কিছু ছবি

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@bdupme·
0.000 HBD
কিছু ছবি
নদীর তীরবর্তী এলাকার মানুষের অন্যতম যানবাহন হল নৌকা । নৌকায় চড়ে তাদের কে যেতে হয় হাট বাজার এবং বিভিন্ন কাজে দূর দূরান্তে ।যদিও কারো কারো কাছে বিষয়টা বড্ড রোমাঞ্চকর কিন্তু এদের কাছে বিষয়টা মোটেও রোমাঞ্চকর নয় । বরং কোনো কোনো সময় এটা দুর্ঘটনার কবলে পড়ে অনেকে প্রান হারায় ।তার পরও তাদের চলতে হয় জীবনের প্রয়োজনে ।
 এই ছবি গুলো দেখলেই বোঝাযায় তারা কিরকম ঝুঁকির মধ্যে জীবন যাপন করে। 

![IMG_20180308_134628.jpg](https://steemitimages.com/DQmea2kkKojiHUAkGhC5ppX84FMJzikqTzxJjr2VWnZb4tG/IMG_20180308_134628.jpg)

ছবি গুলো নেওয়া হয়েছিল পদ্মা নদী থেকে । আমার কাছে বেশ ভালো লেগেছিল । প্রখর রোঁদে একটু খানি ছামিয়ানার মধ্যে তারা চলেছে আপন মনে ।


![IMG_20180308_134630.jpg](https://steemitimages.com/DQmbCbMgZgupXdDcgJGpkpMsB2TBa4gLfa1JfiXBy9Nr55s/IMG_20180308_134630.jpg)

নদীর পাড়ে বসবাস কারীদের কেও কেও আবার নদীতে মাছ ধরে জীবন নির্বাহ করে । তারা আরও ছোট নৌকায় মাছ ধরে । এভাবেই চলে তাদের সারাটা জীবন ।

![IMG_20180308_134632.jpg](https://steemitimages.com/DQmZaZBLwqAnEFryrPKNP25i9Q2c8nGb9EMf6SnFYPyQF9m/IMG_20180308_134632.jpg)



![IMG_20180308_134633.jpg](https://steemitimages.com/DQmRQzpBN1u1KzuGb7h5GWoA1JKShVdDxeopGQbw36viTo8/IMG_20180308_134633.jpg)

আশা করি ছবি গুলো আপনাদেরও ভালো লাগবে ।
👍 , , , , , , , , , , , , , , , , ,