প্রতিটি সংসার দেবগৃহ হোক
sanatan·@bua·
0.000 HBDপ্রতিটি সংসার দেবগৃহ হোক
শ্রী গুরু জয় । শ্রী গুরু জয় । শ্রী গুরু জয় । গুরু কৃপাহি কেবলম । সত্য সেবা নীতি ধর্ম এই জীবনের চারি কর্ম। তোমরা সুন্দর হও। প্রতিটি সংসার দেবগৃহ হোক। প্রতিটি সংসার দেব মন্দির হউক। সকলকে এই আশীর্বাদ করি। তোমাদের মন দেবতাদের মত সুন্দর হোক। তোমরা এখনও নিজের জিনিস নিজে খোঁজো। নিজের বস্তু নিজে খোঁজো। নিজের দেহের মধ্যে নিজের আত্মা রামের খোঁজ করো। অন্তর আত্মাকে জাগরিত করো। প্রত্যেক বাড়ী ঘর পবিত্র ভাবে রাখিবে। তুলসি গাছ রোপণ করিবে। আমলকী গাছ, হরিতকী গাছ যাদের জায়গা আছে বাড়ীতে , এ সব বাড়ীতে রোপণ করে পবিত্র করিতে হয়। আমাদের শাস্ত্রে আছে হরিতকী, আমলকী, বহড়া , কদম্ব বৃক্ষ যেখানে আছে- সেখানে হাওয়াতে দূষিত বায়ু বিনষ্ট হয়। সেখানে দূষিত বায়ু থাকতে পারে না। এমন কি ম্যালেরিয়া পর্যন্ত নষ্ট হয়ে যায়। যে যেটুকু পার বাড়ী ঘর পবিত্র করে সেটুকু রাখিবে। নামে যুক্ত থাকিয়ও । ধর্ম পথে চলিও। আমার কথায় বিশ্বাস রাখিয়ও। শ্রী ভগবান আবার আসিবেন। তোমরা নাম ভুলিয় না, যখনই পার নাম করিবে। শ্রী ভগবানের নামে অশুভ বিনাশ করে, প্রানে ভক্তি আনে এবং মান জন্ম সার্থক হয়। ।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
👍 swagger,