ঘোর সঙ্কট সময়ে রক্ষা পাইবে
sanatan·@bua·
0.000 HBDঘোর সঙ্কট সময়ে রক্ষা পাইবে
যাহারা পরকে প্রতারনা করিয়া নিজেরা বড় হইতে চাহে , সুনাম অর্জন করিতে চাহে , যাহারা পরকে মারিয়া নিজেরা বাঁচিতে চাহে এবং লাভবান হইতে চাহে, তাহাদের সেই দুরাকাঙ্ক্ষা কোন দিন কিছুতেই পূর্ণ হইবে না । আপাততঃ তাহারা নিজ নিজ বুদ্ধি মত্তার পরিচয় দিয়া নিজেদের কিঞ্চিৎ পরিনামে লাভবান মনে করিলেও কিন্তু তাহাদের পরিনাম গভীর তমসাছন্ন । তাহাদের সামনে আলোকের পথ চিরতরে অবরুদ্ধ। বর্তমান মনুষ্য সমাজ গভীর পাপ- পঙ্কে নিমগ্ন । এই পাপ ব্যাক্তি হইতে পরিবারে , পরিবার হইতে সমাজে, সমাজ হইতে রাষ্ট্র পর্যন্ত ব্যাপ্ত হইয়াছে। শ্রী ভগবান মনুষ্য সমাজকে শাস্তি দানে উদ্যত। প্রাকৃতিক দুর্যোগ, খরা, ঝর , খাদ্যাভাব, মহামারী প্রভৃতির তাণ্ডব নিত্য তাহারই পূর্বাভাস । তোমরা সাধু- মহাপুরুষদের উপদেশ মত শ্রী ভগবানের শরণাপন্ন হও, পাপ পথে পা দিও না, শ্রী ভগবানের নাম কর। শ্রী ভগবানের অনন্ত নাম( বিভিন্ন ধর্মের উপাসকরা বিভিন্ন নামে ডাকেন সবই তার নাম)। কোন নামকে কেহ ঘৃণা বা উপেক্ষা করিও না। জাহার যে নাম ভাল লাগে সে সেই নাম করো। গুরুতে নিষ্ঠা রাখ, বিশ্বাস রাখ , নির্ভর করো। গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র সর্বদা জপ করিবার যথা সাধ্য চেষ্টা করো। তবেই এই ঘোর সঙ্কট সময়ে রক্ষা পাইবে। -পরমদয়াল শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব । শ্রী গুরু জয়
👍