মানুষের উপর যেমন পরিস্কার হওয়া দরকার তেমন ভিতরও পরিস্কার করা দরকার।
sanatan·@bua·
0.000 HBDমানুষের উপর যেমন পরিস্কার হওয়া দরকার তেমন ভিতরও পরিস্কার করা দরকার।
মানুষের উপর যেমন পরিস্কার হওয়া দরকার তেমন ভিতরও পরিস্কার করা দরকার। কালা ভজ, কালী ভজ বুদ্ধি সোজা হওয়া চাই। বিধির বিধান মত আমায় চলিতে হইবে। মন তৈরি করা মানুষের একান্ত দরকার। দেহ পবিত্র না থাকিলে ধর্ম কথা শুনে কিছু লাভ নেই। যখন শোনা যায় তখন মনে থাকে, পরে আর মনে থাকে না। কাজেই চিত্তশুদ্ধি সর্বপ্রথম দরকার। বিশ্বব্রমহান্দে যাহা আছে তাহা আছে আমার দেহের মধ্যে। নিজেকে নিজে চেন, নিজেকে নিজে জান, নিজেকে নিজে ধর। প্রকৃত সাধকের বাহিরে যাহা থাকুক মনে মনে তাঁহার সহিত সর্বদা টান আছে। শ্রী ভগবানের সাথে যাহাদের সম্মন্ধ আছে তাহাদের মন কখনও ইতি উতি ধায় না। যা হবার তা হবে নিশ্চিত। -পরমদয়াল শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব । শ্রী গুরু জয়।