বিশ্বাস আর শ্রদ্ধাই ভক্তি লাভের উপায়

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@bua·
0.000 HBD
বিশ্বাস আর শ্রদ্ধাই ভক্তি লাভের উপায়
ভক্তি পাওয়ার কোন পন্থা নেই । জ্ঞান না জন্মিলে ভক্তি হয় না। আবার ভক্তি না থাকলে জ্ঞান হয় না। ভক্তির কোন দকান নেই। কিনতে পাওয়া যায় না। বিশ্বাস আর শ্রদ্ধাই ভক্তি লাভের উপায়। একবার অবিশ্বাস ভিতরে ঢুকলে ভক্তি কে তাড়িয়ে দেয়। বিশ্বাস জন্মিলেই ভক্তি ঘনীভূত হইবে। 
' আমি কিছুই জানি না , আমার যেন তোমার উপরে বিশ্বাস আসে, আমাতে তোমার বিশ্বাস আসুক' - এই ভাবে প্রান খুলিয়া প্রার্থনা করিয়া যাও। ভক্তি কেহ শিখাইতে পারে না , বিশ্বাস থাকিলে নিজ হইতে ভক্তি সৃষ্টি হয়। ইহার জন্য প্রয়োজন সরলতা ও নিষ্কাম কর্ম। 
যে ব্যাক্তি সম্পদের সময় ভগবানে বিশ্বাস করে আর বিপদ আসিলে সে বিশ্বাস হারাইয়া ফেলে অথবা বিপদের সময় বিপদ উত্তীর্ণ হইবার জন্য ভগবানকে ডাকে আবার সম্পদের সময় তাহাঁকে ভুলিয়া যায় সে ব্যাক্তির ভগবানে বিশ্বাস জন্মে নাই। সব অবস্থায় যাহার বিশ্বাস অচল থাকে সেই ভগবানে প্রকৃত বিশ্বাসী। প্রহ্লাদের ন্যায় অবলীলাক্রমে সে সকল বিপদ অতিক্রম করতে পারে। চাইবার মত তিনটি চাওয়া , ইহাতে চাওয়া পাওয়া দুই হইবে.১. বিশ্বাস ২. নির্ভরতা ৩. ভক্তি । এই তিন চাইলেই জীবের সকল পাওয়া হইয়া যায়। ঐহিক কামনা বাসনায় ভুলিও না। ---পরমদয়াল শ্রী শ্রীমদ্  দুর্গাপ্রসন্ন পরমহংস দেব । শ্রী গুরু জয়।
👍