আমার ছোট বেলার স্কুল

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@desh2·
0.000 HBD
আমার ছোট বেলার স্কুল
আমার ছোট বেলার স্কুল ছিল আমার গ্রামের প্রাইমারী স্কুল  । স্কুলটি তখন সবে মাত্র যাত্রা শুরু করেছিল। প্রথমে বাঁশ ও টিন দিয়ে তৈরি করা হয়েছিল স্কুলটি । তারপরও পর্যাপ্ত ক্লাস রুম ছিল না  । ফলে কিছু ক্লাস বিশেষ করে  নার্সারি ও ক্লাস ওয়ান কে গাছের নিচে ক্লাস করতে হত । সেখানে কিছু বিছানা পেতে দেওয়া  হত । সেখানে বসে আমরা ক্লাস করতাম । খুব ছোট ছিলাম  তাই ভালো মন্দ এতো বুঝতাম না । তার পরও ভালো লাগত স্কুলে যেতে ।

সব ছেলে মেয়েরা খুব চিল্লাচিল্লি করত ।স্যারদের ধমক শুনলে সবাই চুপ হয়ে যেত। স্যার দের হাতে সবসময় একটা বেত থাকত । 
সময় হলেই তারা এটা  ব্যাবহার করত । যখন ছুটি হত , সবাই আনন্দ করতে করতে বাড়ি আসতাম । ছুটি হলেই  সবাই চিল্লাচিল্লি করত আনন্দ প্রকাশ করার জন্য । সেই দিন আজও মনে পড়ে ।
👍 , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,