ফেরীতে বাস পারাপার

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@desh2·
0.000 HBD
ফেরীতে বাস পারাপার
বাংলাদেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের কিছু জেলার মানুষ  ঢাকা যেতে হলে পদ্মা নদীর পাড়ি দিয়েই যেতে হয়। এখানে কিছু লঞ্চ এবং ফেরি পাওয়া যাই যার মাধ্যমে পদ্মা নদী পার হতে পারে।ফেরীতে বাস সহ পারাপার করা যাই। ছোট বড় বিভিন্ন সাইজের ফেরি পদ্মা নদীর ঘাটে রয়েছে ।বড় সাইজের ফেরীতে অনেক গুলো বাস একসাথে পার হতে পারে ।ফেরীতে পারহতে প্রায় দেড় ঘণ্টা সময় প্রয়োজন হয় ।কিন্তু অনেক সময় সঠিক সময়ে ফেরি না পাওয়া গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। যেটা মানুষের একদিকে যেমন বিরক্তিকর অন্য দিকে সময়ের অপচয় । যাইহোক মানুষের এই দুর্ভোগ কারনেই পদ্মা সেতু তৈরি হতে চলেছে । যেটা তৈরি হলে এই এলাকার মানুষের দুর্ভোগ কমবে ।







![IMG_20180308_134552.jpg](https://steemitimages.com/DQmWYPiJMTk34AjbHKioC8R1JXgBoNa4pFShhoy7ztnbWQ2/IMG_20180308_134552.jpg)

এখানে কিছু ছবি দিলাম যেগুলো আমার ফোন দিয়ে তুলেছিলাম ।এটা একটা ফেরি যা বাস পারাপার করছে ।
ফেরিটা খুব একটা বড় নয় , ছোট ফেরি ।  বড় ফেরি গুলো চার তলা পর্যন্ত হতে পারে । উপর তলা গুলোতে খাবার হোটেল মানুষ বসার জন্য আরাম দায়ক চেয়ার থাকে । কিন্তু  ছোট ফেরি গুলোতে এতো সুযোগ সুবিধা থাকে না । 

![IMG_20180308_134553.jpg](https://steemitimages.com/DQmR63XyjMpt26wD7aXBAaT1k13AXdiWCCPPVwzn5qA4zRE/IMG_20180308_134553.jpg)

ছবি গুলো ভালো লাগলে লিইক দিয়ে দিয়েন । আশা করি ভালো লাগবে ছবি গুলো । 


![IMG_20180308_134554.jpg](https://steemitimages.com/DQmZm7NhzbksEooUehcXDi52dLpMrCue1CsmjjZ2XLJSh43/IMG_20180308_134554.jpg)



পরবর্তীতে আরও ছবি ও কিছু মন মাতানো লেখা নিয়ে আসছি । ততোক্ষণ সঙ্গেই থাকুন 


![IMG_20180308_134557.jpg](https://steemitimages.com/DQmfGWonmQkhP6uzZKfXgPHiAC4cN7FpgQHeMAnAzf9cfaG/IMG_20180308_134557.jpg)

সবার নিরাপদ ভ্রমন কামনা করে শেষ করছি । সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ।  ফেরীতে ভ্রমন  করুন আনন্দের সাথে ।
👍 , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,