" মা "
hive-190212·@fa-him·
0.000 HBD" মা "
***" মা " ছোট্ট একটি শব্দ কিন্তু যার অর্থ বিশাল। মা শব্দটি থেকে মধুর শব্দ পৃথিবীতে আর নেই । মা শব্দটির সাথে জড়িয়ে আছে ভালোবাসা স্নেহ আর মমতা। আমাদের সবার জীবনে সবচেয়ে কাছের এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে মানুষটি স্থান সে হলো মা। সবার কাছে এই সত্যটি প্রতিষ্ঠিত যে, মায়ের চেয়ে আপন কেউ নেই।***

[source](https://images.app.goo.gl/PndzBd9B435zD5RMA)
*মা প্রত্যেক সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ ও শান্তির আশ্রয়। মা দীর্ঘ নয় মাস পেটে ধরে প্রসব যন্ত্রণা সহ্য করে একটি সন্তানের জন্ম দেয়। শুধু জন্ম দেওয়াই শেষ নয়, তারপর শুরু হয় কোলেপিঠে করে মানুষ করা। জন্মের পর মাকেই সন্তান সবার আগে চেনে। মায়ের বুকের দুধে, শরীরের উষ্ণতায় বেড়ে ওঠে সন্তান। সন্তানের মুখে সর্বপ্রথম শব্দটিও মা। সন্তানের বড় হতে প্রতিটি পদক্ষেপে রয়েছে মায়ের অবদান। নিজে না খেয়ে সন্তানকে ভালো খাবারটা খাওয়ান মা। একজন সন্তানের জন্য সবথেকে বড় শিক্ষকও তার মা। মায়ের হাত ধরেই পৃথিবীতে বিখ্যাত জনেরা তৈরি হয়েছে।*
*সন্তানের পাশাপাশি একটি পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মা। বাবা যেমন বাড়ির বাইরের দিকটা সামলে পরিবারকে টেনে নিয়ে যায় তেমনি মা ঘরের সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে পরিবারকে এগিয়ে নিয়ে যায়। মায়েরা কখনো ক্লান্ত হয় না, পরিবারের জন্য সন্তানদের জন্য তারা জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না।*
***আমার মা :***
*আমার পরিবারের সব থেকে দায়িত্বশীল মানুষটা আমার মা। ছোটবেলা থেকেই দেখছি পরিবারের প্রত্যেকটা সমস্যায় বাবার ভরসা ছিল মা। আমাদের পরিবারটা আটজনের একটি পরিবার। যেখানে আমরা তিন ভাই এক বোন, দাদু -নানু আর বাবা-মা। বর্তমানে আমার বাবা একজন সরকারি চাকুরিজীবী। তারা আয়েই আমাদের পরিবারের ভরণপোষণ চলে।*
*কিন্তু কিছুদিন আগেও অবস্থাটা এরোকম ছিল না। বাবা তখন একটি এনজিওতে চাকরি করতেন। তার সামান্য আয়ে পরিবারের ভরণপোষণ ঠিকমতন চলতো না। তখন আমি মাত্র স্কুলে ভর্তি হয়েছি। তখন পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ও আমাদের একটি সুন্দর ভবিষ্যতের আশায় আমার মাও জয়েন করে একটি এনজিওতে।ছোটবেলায় দেখতাম মা খুব ভোরে ওঠে আমাদের জন্য রান্নাবান্না করে চলে যেত অফিসে এবং ফিরে আসতো ওই সন্ধ্যায়। সারাদিন কষ্ট করার পরেও রাতে এসে মা পরিবার গুছানোর কাজে ব্যস্ত হয়ে পড়তেন। সপ্তাহের ছুটির দিনও তিনি পরিবারের বাকি কাজগুলো গুছিয়ে নিতেন ।*
*কিন্তু, মায়ের অবর্তমানে আমাদের পড়াশোনা হচ্ছিল না ঠিকমতো। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরে বাবা ভালো চাকরি পেলে মা চাকরি ছেড়ে দেয়।*
*বর্তমানে আমার মা একজন গৃহিণী। বাবা যেমন বাইরের দিকটা সামলে পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মা ও তেমনি পরিবারের অন্তরীণ দিকটা সামলে নিচ্ছে। নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে মা আমাদের পরিবারটাকে আগলে রেখেছে পরম যত্নে।*
***আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি আমার ' মা '। মাকে ছাড়া আমি জীবন কল্পনাই করতে পারি না৷ জীবনের প্রতিটি পদক্ষেপে মা আমাকে সাহায্য করেছে। জীবনের প্রতিটি চাওয়া পূরন করেছে আমার মা৷***
***আমার কাছে আমার মা জীবনের দেখা সবচাইতে আদর্শ মানুষ। তিনি পরিবারের জন্য নিজের সবটুকুই বিলিয়ে দিয়েছেন। আমার প্রার্থনা যে, আমিও যেন একজন আদর্শ সন্তান হিসেবে দায়িত্ব পালন করতে পারি। আমি মনে করি প্রত্যেক সন্তানেরও পিতামাতার প্রতি তা কর্তব্য।***
সমাপ্ত👍 sourovafrin, zayedsakib, minhajulmredol, shaonashraf, eturnerx, votehero, zaku, hugo4u, bdvoter.cur, deepu7, bdvoter, xawi, hmetu, blind-spot, rem-steem, sayee, filler, olaexcel, tcpaikano, shemanto72, fa-him, chrysanthemum, bdcommunity, mdaminulislam, sugar-cube, jayanti.jaya, sharminmim, gayohighland, voxmortis, jeronimorubio, shadonchandra, shahinaubl,