আমার অরিজিনাল কবিতা: * কালের প্রবাহতা *

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@green015·
0.000 HBD
আমার অরিজিনাল কবিতা: * কালের প্রবাহতা *
![IMG_20210715_190426.jpg](https://images.hive.blog/DQmeJ7koHuD3NhfdxEsDWvFi2bNp2wNVQmGF5NkNy2Q7tc5/IMG_20210715_190426.jpg)
                  
                 "কালের প্রবাহতা"
                       @green015

নেমে আসে পরী
নেমে আসে আকাশের তারা
নেমে আসে দিনগড়িয়ে
আলোর শেষে সন্ধ্যাবেলায় অন্ধকারের ছায়া
নেমে আসে তারা ভরা আকাশের চাঁদনী রাত
ফিরে আসে পথহারা যাত্রীর আর্তনাদের কণ্ঠস্বর
নেমে আসে কলোলিত সুরে বন্যার ধারা
নেমে আসে নিঝুম রাতে
শীতল সন্ধ্যার বায়ুধারা
সে বায়ুর স্পর্শে হৃদয় কাড়া
আর বৃক্ষের উদ্বেলিত নৃত্যের
ছন্দে পাতা নাড়া।

অভিবাদন্তে: @green015
👍 , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,