soyper 71

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@junaid2·
0.000 HBD
soyper 71
♦ একটা শর্ট গপ্প

এক ভারচুয়ালে জংগলে একটা টিম ছিলো, নাম ছিলো- সুইপার ৭১ ( বালের প্রটেক্ট করে)  সে  ভাবতো ঐ ভারচুয়াল জংগলের রাজা, তাই সে শিকার করতো না, জংগলের অন্য স্পামিং টিম যখন বড় বড় শিকার করে খেয়ে আইডা/এঁটো করে রাখতো তখন সুইপার ৭১ এঁটো খাবার টা খেতো, আর জংগলে থাকা নিরীহ জীব গুলোকে বোঝাতো সে এই শিকার করেছে আর অন্যরা তার এঁটো সাবাড় করে।
যেহেতু জংগলে নিরীহ জীব বেশি তাই তারা সুইপার ৭১ এর কথা বিশ্বাস করতো, আর ভাবতো এই আমাদের মত আবালদের রাজা হওয়ার দাবি রাখে।

আর যাদের শিকার খেয়ে সুইপার ৭১ ক্রেডিট নিতো,
তারা লুকিয়ে মিটমিটিয়ে হাসে আর বলে- একদিন সুইপার ৭১ নিজের লেজে কামড় দিয়ে বলবে এইটা ও আমার শিকার। 😃😃

মোরাল অফ দা স্টোরিঃ লজ্জা সুইপার ৭১ এর জন্য, কারন শিকারের জন্য যেহেতু দাতে ও নখে জোর নেই, তাহলে শুধু শুধু মিছে দাম্ভিকতার কিসের প্রয়োজন?
👍 , , , , , , , , , ,