গ্রামের প্রকৃতির সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি।।

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@kolsomrita·
0.000 HBD
গ্রামের প্রকৃতির সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি।।
আসসালামু আলাইকুম,
![20210806_192847.jpg](https://images.hive.blog/DQmcSbcoQPk3bsx5LXC66oLe54ECPepeHTLxa2sVVFsdnH9/20210806_192847.jpg)
প্রকৃতির সৌন্দর্য প্রতিটা মানুষই উপভোগ করতে চাই। প্রকৃতির সৌন্দর্য আমাদের মনমুগ্ধ করে, বিধাতা প্রকৃতিতে হাজারো সৌন্দর্য দিয়েছে, যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায় মন ভরে যায়। প্রকৃতির এই সবুজ সমারোহ মনকে বারবার টেনে নিয়ে যায় ওই প্রকৃতির সৌন্দর্যের মাঝে। প্রকৃতির সৌন্দর্য সচরাচর আমি উপভোগ করতে পারিনা। 


আমার শ্বশুরবাড়ির এখানে সবুজ গাছগাছালি প্রকৃতির সৌন্দর্য টা একটু কমই উপভোগ  করতে পারি।কারণ এখানে সব দালান কোঠায় ঠাসা হয়ে আছে চারিদিক। চারদিকে ঘনবসতি সবুজের ছোঁয়া এলাকাতে খুবই কম।তবে কিছু জায়গা আছে যেখানে সবুজের সমারোহ ভরে আছে,কিন্তু সে জায়গাগুলোতে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় শ্বশুরবাড়ি এলাকা তাই।

গত মাসে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু ছবি মোবাইল ফোনে তুলে রেখেছিলাম, যখন প্রাকৃতিক সৌন্দর্য দেখার ইচ্ছা হয় তখন আমি আমার মোবাইল থেকে এই ছবিগুলো দেখি। তখন অনেক আনন্দ করেছিলাম বিকেল হলে বাড়ি থেকে বের হয়ে ধানক্ষেতে চলে যেতাম,সোনালী ধানের ঘ্রাণে মন ভরে যেত।
![20210806_192159.jpg](https://images.hive.blog/DQmbu7SoJD86tcvhEss4yGL7qxThtKwzZMprdNmJmVoaeDr/20210806_192159.jpg)
ছোটবেলায় বাড়ির পাশের ধানক্ষেত গুলোতে অনেক খেলাধুলা করতাম আনন্দ হতো। তখন গ্রামের জনসংখ্যা হয়তো কম ছিল চারিদিকে সবুজ আর সবুজের ধানক্ষেত ভরে ছিল। এখন সে ফসলের জমির কমে গিয়েছে কারণ দিনে দিনে গ্রামের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই ফসলের জমি কমে যাচ্ছে, গ্রামের মানুষেরা ফসলের জমিতে ঘর-বাড়ী তুলে ফসলের জমি সংখ্যা কমিয়ে ফেলেছে।
![20210806_192746.jpg](https://images.hive.blog/DQmVzDi23CqGMC2a7iVE5DbDsv9tGBYV66Me1SdnUdmEzhS/20210806_192746.jpg)
এক সময় এ জমিগুলোতে ধান, গম,ভুট্টা বিভিন্ন ফসল ফলাতো এখন এই জমিগুলোতে ফসল ফলানো হয় না। এখন এই জমিগুলো কে বসবাসের জন্য ঘর নির্মাণ করে জমি গুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এখন প্রতিটি জেলার মানুষ আস্তে আস্তে আধুনিক হয়ে যাচ্ছে, এক সময় গ্রামের মানুষগুলো কৃষি কাজের উপর তাদের জীবিকা নির্ভর  করত কিন্তু এখন তা হচ্ছে না। 
![20210806_192217.jpg](https://images.hive.blog/DQmNq6TCyiGeD4JgGNDAtiFYGkefnidLJs215JBXgoNdgyh/20210806_192217.jpg)
তবে আমার গ্রামের বাড়ি এখনো প্রত্যন্ত অঞ্চল, আধুনিকতার ছোঁয়া কিছুটা পৌঁছেছে তারপরও গ্রামের সে গ্রাম্য পরিবেশটা এখনো কিছু কিছু গ্রামে রয়ে গেছে, যেমন আমার গ্রামে আছে। আমি গ্রামে আসলে আমার খুব ভালো লাগে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চারিদিকে সবুজ আর সবুজ,কোথাও ধানের চারা লাগাচ্ছে আবার কোথাও সোনালী ধান গড়ে তুলছে কৃষকরা এই প্রাকৃতিক সৌন্দর্য শুধুমাত্র গ্রাম্য এলাকায় দেখা যায়।
  
আর এই সৌন্দর্য শহর এলাকার মানুষ গুলো উপভোগ করতে পারে না, যেমন আমি উপভোগ করতে পারি না তাই আমার খুব ভালো লাগে আমার গ্রামের বাড়িতে আসলে। 
আমার গ্রামের বাড়ির প্রকৃতির সৌন্দর্যের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি।

![20210807_013838.jpg](https://images.hive.blog/DQmeLP6pTo6Avzhsb62cezjQyNmtzkg7Nkj97tuqARst2gH/20210807_013838.jpg)




![20210806_192252.jpg](https://images.hive.blog/DQmdTA244CfDbtuNQcHy45BZSdQJAiap4sVXN1vkPWbJb4n/20210806_192252.jpg)



![20210806_192232.jpg](https://images.hive.blog/DQmTXL2nwGdJt92cyVp7emxrozVayhUs5B5U4Y2pVwX9JeG/20210806_192232.jpg)


![20210807_013944.jpg](https://images.hive.blog/DQmceBF6pAkziAq1GLEmKe1ShbQ2WuvDxNj82ixf94jhZ4p/20210807_013944.jpg)
👍 , , ,