সূর্যগ্রাফি আর কিছু গল্প !

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@mariumsehri·
0.000 HBD
সূর্যগ্রাফি আর কিছু গল্প !
সূর্য জিনিসটা আমার বরাবরই পছন্দের ।সূর্য শেষ বিকেলে যে তীক্ষ্ণ মায়া ছড়ায় তা দেখতে দেখতে হারিয়ে যাওয়া যায় এক অজানা জগতে।সূর্য রং পরিবর্তন করে ।সকালে যে স্নিগ্ধতা নিয়ে সূর্যের উদয় হয় ঠিক তার থেকেও কয়েকগুন বেশী মুগ্ধতা নিয়ে সূর্য অস্ত যায় ।

অনেকেই বলে সূর্যাস্ত এই প্রমাণ দেয় যে শেষটাও সুন্দর হয় ।কিন্তু আমি বলি সব কিছুর শেষ যেমন সুন্দর হয়না ঠিক তেমনও সূর্যের অস্ত দেখতেও আমার খুব একটা ভালো লাগেনা।সূর্যাস্ত কেন যেন আমাকে আমার হারানোর ভয় দেখায় ! আবার কিছু দিনের সূর্যাস্ত আমাকে নতুন কিছু করার স্পৃহা দেয় । 

আমি যদিও খুব ভালো ছবি তুলতে পারিনা ।তবুও সূর্যাস্ত দেখলে আমি ছবি না তুলে থাকতেও পারিনা !! সূর্যের এক একটা ছবি আমার কাছে এক একটা গল্প !



![IMG-20211124-WA0001.jpg](https://images.hive.blog/DQmSG1VpAwt2RrJx8N1eykVAziHtkoTmeTAnqS2XmzkZJbU/IMG-20211124-WA0001.jpg)
এই ছবিটা আমার খুবই পছন্দের । টি  বাঁধে তোলা এই ছবিটা আমার অনেক আপন একটা ছবি ! সূর্যের শেষ দেখছে এক দল মানুষ। কয়েকজন মানুষ দাড়িয়ে দাড়িয়ে দেখছে এই মনোরম দৃশ্য ।কেউ আবার ছবি তুলছে ।কেউ আবার পোজ দিচ্ছে । আমার এই ছবিতে সকলকেই দেখা যাচ্ছে সূর্যের ছায়া হিসেবে !!



![IMG-20211124-WA0002.jpg](https://images.hive.blog/DQmWyhRbZd2ApgcbERYgeTpKp2m26hJQzFbL6VYpfQgnucg/IMG-20211124-WA0002.jpg)
রাজশাহী শহর এমনিই মায়াবী একটা শহর ।এই শহরের প্রতিটা মুহূর্তই আমাকে এর মায়াতে পরতে বাধ্য করছে ! ক্লান্ত এক বিকেলে এক কাপ চা নিয়ে এই শহরের এক উচ্চ দালানের ছাদে বসে আমি সূর্যাস্ত দেখছিলাম ।এক অদ্ভুদ মায়া জড়ানো আলো ছড়াতে ছড়াতে সূর্যটি অস্ত যাচ্ছিলো ।আমার মনে হচ্ছিলো সূর্যটা অনেক বোঝার ভারে নুয়ে পদ্মার মাঝে বিলীন হয়ে যাচ্ছিলো !! 




![IMG-20211124-WA0012.jpg](https://images.hive.blog/DQmVD7Csp1RTNqQ34KFpUqdPCWpkLzFU4kc1gPLD43JfaNu/IMG-20211124-WA0012.jpg)
এই ছবিটা হয়তো এবার রাজশাহী এসে আমার তোলা সূর্যের প্রথম ছবি ছিল ।বাসা থেকে বছর দেড়েক পর আবার সেই কিছুটা চেনা শহরে এসেছিলাম।মন কিছুটা খারাপ ছিল ।একা একা হোস্টেলের ছাদে বসে এই সুন্দর সূর্যাস্ত দেখে মন কিছুটা ভালো হয়ে গেছিলো সেদিন !



![IMG-20211124-WA0017.jpg](https://images.hive.blog/DQmNuYgMh9kd4tuc3R3jp8ReEBf3NSuBgNxTfoGe6At9fBn/IMG-20211124-WA0017.jpg)
যে সকল জায়গার সূর্যাস্ত আমার দেখা হয়েছে তার মধ্যে থেকে আমার সব থেকে ভালো লাগে নদীর পারে বসে দেখা সূর্যাস্ত ।এই ছবিটা আমাকে ঘরে ফেরার ত্বারা দেয় ! বেলা ফুরিয়ে আসছে , পাড় খুব কাছে তবুও সূর্য বিলীন হবার আগেই পাড়ে ফেরার ত্বারা ! যেমনটা আমার মন আমাকে ত্বারা দিয়ে বেড়ায় কাজ শেষে ঘরে ফিরে যাবার জন্য !!


প্রতিটা সূর্যাস্ত সত্যি সত্যিই একএকটা গল্প নিয়ে আসে ।হোক সেইটা কাল্পনিক কিংবা বাস্তবিক । আমার দেখা প্রতিটা সূর্যাস্তই আমার জীবনে একটা করে গল্প দিয়ে যায় ।


আজকের মতন বিদায় নিচ্ছি , আমার আজকের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷
👍 , , , , , , , , , , , , , , , , ,