RE: নতুন শিক্ষা ব্যবস্থা কি আসলেই জলে যাচ্ছে? by rafa-noor

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com

Viewing a response to: @rafa-noor/rpxapf

·@minhajulmredol·
0.000 HBD
আমার একটা বন্ধু আছে IER এ পড়ে, মাঝে মাঝে ওর সাথে কথা হলে বুঝতে পারা যায় কতশত পরিবর্তন আনা বাকি, কতশত চ্যালেঞ্জ সে পথে। 

কিছুদিন আগে একটা প্রাইভেট কলেজের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেখলাম বেতন স্কেল যেখানে ১৫-২০ হাজার। আমার বোধগম্য নয় যে এই বেতনে ওনি ক্লাসে কি শিক্ষা দেওয়ার মন মানসিকতা রাখবেন আর কতটুকুই তিনি শিক্ষার্থীদের ওনার প্রাইভেট ব্যাচে না টেনে রাখবেন।

অন্য একটি বিষয় হলো আমাদের বাজে রাজনীতির প্রভাব। বর্তমানে স্কুল পর্যায়েও এই ছাত্র-রাজনীতির বাজে প্রভাবটা দেখতে পাচ্ছি খুব বেশি। রাজনীতির চর্চা ভালো কিন্তু আমাদেরটা খুব বাজে। 

আমার এই দুই পয়েন্টের মূল বিষয় হলো, ছোট ছোট পদক্ষেপগুলো খুব সুন্দর কিন্তু এত্ত বাজে পরিস্থিতির পরিবর্তন আনাটা খুবই কঠিন। তাও আশা রাখছি একটা সুন্দর সমাজব্যবস্থার প্রতি।  
👍 ,