‘৭ দিনে যৌন সমস্যার সমাধান’ ধরা খাওয়ার আগে জেনে নিন কঠিন সত্যগুলো!

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@mobarock36·
0.000 HBD
‘৭ দিনে যৌন সমস্যার সমাধান’ ধরা খাওয়ার আগে জেনে নিন কঠিন সত্যগুলো!
‘৭ দিনে যৌন সমস্যার সমাধান’ ধরা খাওয়ার আগে জেনে নিন কঠিন সত্যগুলো!

‘৭ দিনে সমস্যা সমাধান!’এরকম বিজ্ঞাপনের ফাঁদে ধরা খাওয়ার আগে নিজেই বুঝে নিন আসলেই আপনার যৌন কোনো সমস্যা আছে কিনা।  এই বিষয়ে মেডিকেল অফিসার আহমেদ আল সাজিদ বলেন, “সত্যি বলতে এসব চিকিৎসার কোনো ভিত্তি নেই। আমাদের দেশে যৌনশিক্ষার যথেষ্ট অভাব রয়েছে।”

তিনি আরও বলেন, “এসব ওষুধে যে কাজ হয় না তা নয়। তবে অবশ্যই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। আর একবার ওষুধ নির্ভর হয়ে গেলে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসা সম্ভব হয় না।”
https://s1.postimg.org/12f9l1l3yn/images_1.jpg
তাই কোনো বিজ্ঞাপনে না ভুলে আগে নিশ্চিত হওয়া উচিত আসলেই কোনো সমস্যা আছে কিনা।

অভিজ্ঞতার ঝুলি থেকে এই ডাক্তার বলেন, “চর্ম ও যৌন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিং চলার সময় এই ধরনের বহু রোগির সঙ্গে আমার সাক্ষাত হয়েছে। সবারই প্রায় একই সমস্যা। পেনিস ছোট, আগা মোটা গোড়া চিকন, দ্রুত বীর্যপাত ইত্যাদি। আর এসব সমস্যা নিয়ে যারা আসত তাদের বেশিরভাগেরই বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। আসলে যারা নিয়মিত যৌনজীবনে অভ্যস্ত বা অনেকদিন বিবাহিত জীবন পার করছেন, তারপর কোনো সমস্যা হলে তখ্নই আমরা গুরুত্ব দেই। এছাড়া বাকি যারা আসেন তাদের জন্য আমারা থেরাপির ব্যবস্থা করি।”

যৌনবিষয় নিয়ে ভুল ধারণা, প্রতিকার, চিকিৎসা নিয়ে বিস্তারিত জানান এই চিকিৎসক।
https://s1.postimg.org/3u137ac0jz/download_1.jpg
ভুল ধারণা কাটান

আমাদের দেশের বেশিরভাগ পুরুষই মনে করেন তাদের পুরুষাঙ্গ ছোট। তার যৌনকাজে স্থায়িত্ব কম। এটা ‘বাংলাদেশি সিনড্রম’ নামেও পরিচিত। আর এই ধারণার জন্মানোর জন্য দায়ী হচ্ছে এক্সরেটেড মুভিগুলো।

এই উপমহাদেশের মানুষের দৈহিক গঠন হিসেবে বেশিরভাগ পুরুষের যৌনাঙ্গের গড় আকার লম্বায় হয় চার থেকে ছয় ইঞ্চি। আর নারীর যৌনাঙ্গের অনুভুতিপ্রবণ এলাকার গভীরতা হচ্ছে চার ইঞ্চি, বাকি অংশে তেমন অনুভূতি কাজ করে না। তাই ছোট পুরুষাঙ্গ থাকলেও যে কোনো পুরুষ তার নারী সঙ্গীকে আনন্দ দিতে সক্ষম হবেন।
https://s1.postimg.org/3glg6kxhsf/images_2.jpg
দ্বিতীয় যে বিষয় নিয়ে বেশিরভাগ পুরুষ দুশ্চিন্তায় ভোগেন তা হচ্ছে স্থায়িত্ব। আসলে বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে পারদর্শী হতে সময় লাগে। তাই যারা বিবাহিত বা নিয়মিত যৌনজীবনে অভ্যস্ত তাদের যদি হঠাৎ দ্রুত বীর্যপাত শুরু হয় তাহলে চিকিৎসার প্রয়োজন হতে পারে।

মাস্টারবেশন বা হস্তমৈথুনে কোনো ক্ষতি হয় না। তবে অতিরিক্ত করলে বা চাপ প্রয়োগ করে করলে পুরুষাঙ্গের ভেতরে ক্ষতি হতে পারে। যাকে ডাক্তরি ভাষায় বলা হয় ‘পেনাইল ফ্র্যাকচার’। পুরুষাঙ্গের ভেতরে অনেক নালী আছে। দৃঢ় হওয়ার সময় এসব নালী প্রসারিত হয়ে রক্ত চলাচল দ্রুত হয়। এতে পুরুষাঙ্গ দৃঢ় হতে থাকে। এই অবস্থায় বেকায়দায় চাপ পড়ে রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হলে প্রচণ্ড ব্যথা হতে পারে। অতিরিক্ত চাপ প্রয়োগ করে হস্তমৈথুন করলেও এটা হতে পারে। তখন পুরুষাঙ্গ দৃঢ় হওয়ার ক্ষমতা হারাতে পারে।
https://s1.postimg.org/35luz9awi7/download.jpg
এ কারণে ক্রিম বা লোশন ব্যবহার করলে চাপ পড়ার সম্ভাবনা থাকে না। তবে হস্তমৈথুন কম করাই ভালো।
চিকিৎসা

মানসিক চাপ, অনিদ্রা, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না যাওয়া, পর্ন ছবি দেখায় আসক্তি, ‍ধূমপান ইত্যাদি কারণে যৌন কাজে সমস্যা হতে পারে।
https://s1.postimg.org/54ut3rumvj/image.jpg
ডা. সাজিদ বলেন, “বিয়ে ছাড়া সঙ্গীর সঙ্গে কোথাও দৈহিক সম্পর্ক করতে গেলে মানসিক চাপ অনুভূত হতেই পারে। কেউ এসে পড়লো কিনা, তাড়াতাড়ি করতে হবে— এই ধরনের চিন্তা থেকে দ্রুত বীর্যপাত হয়ে যায়। এই একই কারণে রেড অ্যালার্ট এরিয়াতে ‍গিয়েও অনেক পুরুষ একই সমস্যায় ভোগন। আমরা এরকম অনেক রোগী পাই।”

আবার বিয়ের প্রথম অবস্থায় মানসিক চাপ থাকে স্ত্রীকে সুখ দিতে পারবেন কিনা। দুশ্চিন্তা থেকে অনেকসময় দৃঢ় হওয়াতে সমস্যা হয়। আবার হলেও দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে।
👍 , , , ,