21 February bangla mother language day

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@mohdmohsin·
0.000 HBD
21 February bangla mother language day
সত্যি ই আজ আমি আন্তরিক বাবে দুঃখিত গত কাল মহান অমর ২১ শে ফেব্রুয়ারি ছিল কোন কারণ বশত আমি পোস্ট করতে পারিনি আজ পোস্ট করিলাম আমাদের  মাতৃ ভাষা দিবস ১৯৫২ সালে এই দিনে পাকিস্তানে সাথে মায়ের ভাষার জন্য যুদ্দ করেছিল  এই ভাষার জন্য যুদ্দ করে আমাদের ভাষা বিজয় ছনিয়ে এনেছিল এই ভাষার জন্য যুদ্দ করে অনেক মায়ের সন্তান শহিদ হয়েছে তাই তো আজ আমরা ভাষা দিবসটা কে সরণ রাখার জন্য আমরা পালন করে থাকি সব শহিদের রক্তের বিনি ময়ে আজ আমরা ভাষা ফিরে পেয়েছি । তাই আমি সব শহিদের প্রতি আমার ছালাম এবং আত্মার মাগফেরাত কামনা করি ও ফুল দিয়ে শ্রদ্দা জানাই  । এই প্রথম আমারভাষা দিবসের উপর ভিত্তি করে লিখে পোস্ট করিলাম আশা করি সবাই আমার পোস্ট টা পছন্দ করিবেন সবাই কে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্য বাদ । 

!![image_138993.jpg](https://steemitimages.com/DQmRGtX9QaJguSAZ6i5A7LoNcV2WetDbrRhDH3uCzH87LAb/image_138993.jpg)image_138993.jpg](https://steemitimages.com/https://www.google.com.sa/search?q=%E0%A7%A8%E0%A7%A7+%E0%A6%B6%E0%A7%87+%E0%A6%AB%E0%A7%87%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF+%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwj6gtDbn7fZAhULvhQKHaxCDpcQ_AUIDCgD&biw=1366&bih=662#imgdii=VEU_3oxanCt66M:&imgrc=ttccrDeYQwrf6M:/image_138993.jpg)
!
[image_138993.jpg](https://steemitimages.com/DQmRGtX9QaJguSAZ6i5A7LoNcV2WetDbrRhDH3uCzH87LAb/image_138993.jpg)


একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিস্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
তারিখ‎: ‎২১ ফেব্রুয়ারি	আনুষ্ঠানিক নাম‎: ‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । 
![20160115_130223-1.jpg](https://steemitimages.com/DQmQ32TQw38tbrxZi5XddWihRqZHEVGCiRbJokwHn8ooULM/20160115_130223-1.jpg)

Me .,  Mohsin
👍 , , , , , ,