Real life and real story

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@mrsadman·
0.000 HBD
Real life and real story
➢ ছোটবেলায় দুই টাকার একটা নোট হারিয়ে ফেলেছিলাম।
প্রতিদিন রাস্তায় হাঁটার সময় একই জায়গায় সেই নোটটা খুঁজতাম।
বহুদিন খুঁজেছি।পাইনি।
সেই রাস্তা টা দেখলে এখনও সেই স্মৃতি টা মনে পড়ে।
কারণ, টাকাটা হয়তোবা সেই রাস্তায় ছিলই না।
তারপরেও বার বার ভুল জায়গায় খুঁজেছি।
এই ঘটনা থেকে আমি একটা জিনিস শিখেছি।
যেখানে যা নেই সেখানে তা খুঁজে খুঁজে বৃদ্ধ হয়ে গেলেও খুঁজে পাওয়া সম্ভব নয়।
যেখানে টাকা নেই সেখানে হাজার বার খুঁজেও যেমন টাকা পাওয়া সম্ভব নয়;
যেখানে সুখ নেই সেখানে হাজার বার খুঁজেও সুখ পাওয়া সম্ভব নয়।
মানুষ আসলে সুখ খুঁজে না পাওয়ার কারণে অসুখী হয় না;
অসুখী হয় ভুল জায়গায় সুখ খোঁজার কারণে।
সুখ সবাই খোঁজে , কিন্তু তারাই খুঁজে পায় যারা জানে কোথায় সুখ আছে।

![11046791_1714403088790075_5078888682472201806_n.jpg](https://steemitimages.com/DQmYAPYvZ7PWPeW2Ewjr1EiaUk4eaCGuMW6cT7HeKWxHnQq/11046791_1714403088790075_5078888682472201806_n.jpg)







![11947495_133180000361013_8870958654999143197_n.jpg](https://steemitimages.com/DQmeJfCkLtsyiPGSCE87wMFFtZ9dQ39icCaoHNf4XpjAJgw/11947495_133180000361013_8870958654999143197_n.jpg)
👍 , , , , , , ,