নিল আকাশের ফটোগ্রাফি

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@mrsallu·
0.000 HBD
নিল আকাশের ফটোগ্রাফি
আজ নিল আকাশে অনেক গুলো পাখি উড়তে দেখলাম। আকাশে একটু মেঘ জমেছে এজন্য হয়তো পাখি গুলো বাসাই ফিরে যাচ্ছে। আর আকাশ দেখতে সম্ভব সুন্দর ছিলো। ছবি না তুলে আর পারলাম না। এমন সুন্দর আকাশ সহজে মিলে না। বেশ দারুন। আর সাথে পাখি। সত্যি আমার নিজের কাছে অনেক ভাল লাগতেছে। ফটোগুলো বেশ সুন্দর হয়েছে।আপনাদের যদি ভাল লাগে কমেন্ট করে জানাবেন।গতকাল যখন স্কুল মাঠে বসে ছিলাম তখন হটাত করে দেখলাম অনেক সুন্দর আকাশ । বেশ অনেক সুন্দর । আগে কখনও এমন সুন্দর আকাশ মিলেনি। আর একটু মেঘ মেঘ থাকাই আবহাওয়া টা ও অনেক ঠাণ্ডা । বেশ সব কিছু মিলে অন্ন রকম লাগতেছে। অনেক দিন পর গ্রামের বাসায় আসছি ঈদের জন্য অনেক ভাল লাগতেছে । অনেক পুরাতন বন্ধুদের সাথে দেখা হচ্ছে । বিশেষ করে ল্যাংটা কালের বন্ধুদের সাথে দেখা হচ্ছে। ওরা সবাই এখন গ্রামে থাকে না। সবাই ঈদের জন্য বাসায় আসছে । ঈদ শেষ হইয়াগেলে ওরাও চলে যাবে । আমিও যাব । কিন্তু ঢাকা শহরে এমন সুন্দর পরিবেশ টাকা খরস করে ও পাওয়া যাবে না।ঢাকা শহরে আপনি যেদিকে তাকাবেন শুধু বিল্ডিং আর গাড়ি ছাড়া আর কিছু দেখতে পাবেন না। এমন সুন্দর পরিবেশতো শুধু গ্রামে দেখতে পাবেন । আর আমি জন্মেছি এই গ্রামে এই গ্রামের আলো বাতাস আমার সব পরিচিত ।আমার গ্রামকে আমি অনেক ভালবাসি ।সবাইকে অনেক ধন্যবাদ

![IMG20180820180014.jpg](https://cdn.steemitimages.com/DQmYpEF4ya4mhMgAkUFSkJiS14gmNCCkHztL14HxL31XsnQ/IMG20180820180014.jpg)



![IMG20180820180014.jpg](https://cdn.steemitimages.com/DQmYpEF4ya4mhMgAkUFSkJiS14gmNCCkHztL14HxL31XsnQ/IMG20180820180014.jpg)




![IMG20180820180011.jpg](https://cdn.steemitimages.com/DQmfSjZjqafiVZRL4femeSnnRDCfnJj1h9m3krAcSzazAuP/IMG20180820180011.jpg)



![IMG20180820180029.jpg](https://cdn.steemitimages.com/DQmQ4XxQhKmQBAVWoWPRZ7YxZc6cW86iCTpAGCzHU6K5Bpt/IMG20180820180029.jpg)
👍 , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,