আজকের ঘোরাঘুরি ,

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@nimni·
0.000 HBD
আজকের ঘোরাঘুরি ,
![image.png](https://files.peakd.com/file/peakd-hive/nimni/AJj1EtmJChMQdDLsug5cTCwPm9eEz56YzSqnLKZEEhwqPMMyHLjfn5zrvYur2vA.png)


আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমিও ভাল আছি. তাইতো আজ সন্ধ্যায় হঠাৎ করেই কোন প্লান প্রোগ্রাম ছাড়াই বাইরে খেতে যাইতে মন চাইলো কিন্তু শহরের অবস্থা কিন্তু আমাদের খুব বেশি একটা ভালো না কারণ রাস্তার কাজ চলছে আর আমাদের বাংলাদেশ রাস্তার কাজ মানেই দীর্ঘদিন লম্বা সময় নিয়ে করবে এসব কথা আমি নাই যাই আজকে বেশ গরম ছিল তাই ভাবলাম একটু ভিন্ন রকম খাবার খেলে কেমন হয় সাথে আবার একটু ঘোরাফেরাও করা যাবে তাই গিয়েছিলাম ফুট কোটে ,
https://www.youtube.com/watch?v=JX1ZDLO9foY&ab_channel=Bedazzledbeauty
গিয়ে পৌছিয়েছি তারপর বসার জায়গা পাচ্ছিলাম না এমনিতেই বাসা থেকে বের হয়েছিলাম রাস্তায় অনেক রাস ছিল গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না তারপর গিয়ে অনেকটা সময় ধরে অপেক্ষা করার পর বসার জায়গা পেয়েছি পরিবেশটা মোটামুটি ভালো ছিল আর আমি এমনিতে একটু খুঁতখুঁতে স্বভাবের পরিবেশ ভালো না লাগলে আমি সেখানে বেশি সময় নিশ্চয় করি না তারপরও যেহেতু অনেক বন্ধু-বান্ধব মিলে গিয়েছি তাই কিছু সময় অপেক্ষা করে থেকেও অর্ডার করেছিলাম খাবার কাবাব ছিল সাথে ছিল লাচ্ছি এখন যদি আমি ফুটকোটের খাবারের কথা বলি দশএ দশ আমি দিতে পারবো না ,কারণ আমার ধারণা ছিল যেহেতু কাবাব আইটেম সাথে চিকেন চাপও আছে বিফ আইটেম থাকবে কিন্তু সবগুলোইচিকেন আইটেম ছিল আমি জিনিসটা আগে খেয়াল করিনি পরে খাবার সময় খেয়াল করেছি যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি আর সাথে বড় একটা লুচি ছিল হ্যাঁ লুচিটা খাইতে মোটামুটি ভালোই ছিল। চিকেন চাপটা ভালো ছিল আর যে কাবাবগুলো দিয়েছিল সাথে সেগুলো খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি একটা চাটনি দিয়েছিল আর সস দিয়েছিল একটা সালাদ দিয়েছিল মোটামুটি সবকিছু মিলিয়ে আমার কাছে ভালো লাগছে তবে ওখান থেকে খাওয়া দাওয়া করে বের হওয়ার পর যে সময়টুকু আমি ঘোরাফেরা করছি আমার কাছে ভালো লাগছে 

,বন্ধুরা আমি পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছি কে গল্প সময়ে নিয়ে আমি আশা করব আপনাদের কাছে আমারই ব্লক টি ভালো লাগবে আর আমার এই ছোট ছোট ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট অপশনে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে আমারে ব্লক গুলি আজ আসি আবার দেখা হবে অন্য কোন কনটেন্টের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য ,
👍 , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,