ফ্রেশারদের জন্য পার্টটাইম চাকরির প্রয়োজনীয়তা ।
skill·@rishan·
0.000 HBDফ্রেশারদের জন্য পার্টটাইম চাকরির প্রয়োজনীয়তা ।
<center>আমাদের মধ্যে অনেকেরই পার্টটাইম চাকরি সম্পর্কে অনেক ভুল ধারনা রয়েছে। আমরা অনেকে মনে করি আমার ফ্যামিলি অনেক স্বাবলম্বী আমি কেন পার্টটাইম চাকরি করবো ? আসলে এখানে পার্টটাইম চাকরি থেকে উপার্জনটা মূল বিষয় নয়। এখানে মূল বিষয় হচ্ছে আপনার স্কিল ডেভলপমেন্ট করা। বর্তমান চাকরি পাওয়া আর সোনার হরিন হাতে পাওয়া প্রায় সমান । আর এই সোনার হরিন পেতে শুধু বই পুস্কক থেকে জ্ঞ্যান অর্জন করলেই চলবে না, বাস্তব জীবন থেকেও শিক্ষা নিতে হবে। আর এই সব শিক্ষা পাওয়া যায় পার্টটাইম চাকরি এর মাধ্যমে।</center> <center>আমরা অনেকেই জানি যখন কোন ফ্রেশার চাকরির ইন্টারভিউ দিতে যায় তখন তার কাছে আগের চাকরির অভিজ্ঞতা সম্পর্কে না জিজ্ঞাস করলেও এটা জিজ্ঞাস করা হয় যে এরকম কাজ সে আগে কখনো করেছে কিনা । তখন আপনার জবাব এর উপর নির্ভর করে আপনার চাকরির ভবিষ্যৎ ।</center> <center>http://www.indiaconnect.com/oc-content/uploads/292/29795.jpg</center> <center>[Source](http://www.indiaconnect.com/oc-content/uploads/292/29795.jpg)</center> <center>বিভিন্ন উন্নত বিশ্বের জরিপ পর্যাবেক্ষন করলে দেখা যাবে যে, সেখানকার বড় বড় হোটেল ওয়েটাররা ডিগ্রি প্রাপ্ত। এমনকি অনেকে পি এইচ ডি করছে এমন ছাত্র-ছাত্রী রেস্টুরেন্ট বা সুপার শপে কাজ করে,পড়াশুনার সাথে সাথে নিজের খরচটা যাতে হয়ে যায়, সেই আক্কেল বিদেশীদের মাঝে স্কুল জীবনেই হয়ে যায়। এতে তাদের পরাশুনার কোন ধরনের বিঘ্ন ঘটে না বরং তারা বাস্তব জীবনের সাথে পরিচিত হয় ।</center> <center>আমরা অনেকেই মুখে বলি, পার্টটাইম চাকরি খুব ভালো , কিন্তু এটা মেনে চলি না। আমরা আমাদের ছেলে-মেয়েদের ল্যাপটপ কিনে দেই গেম খেলার জন্য বা মুভি দেখার জন্য কিন্তু কখনো তাকে আউটসোরসিং এর জন্য অনুপ্রেনা দেই না। ঠিক তেমনি আমাদের সমাজে এমন ধরনের এক ব্যবস্থা গড়ে উঠেছে যেখানে বাবা-মা রা অধ্যায়নরত অবস্থায় কখনোই তার সন্তাঙ্কে চাকরি করতে দিতে চায় না।তারা অনেকেই মনে করেন এসব করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে । এসব একদম ভুল ধারনা তারা এটা উপলব্ধি করে না যে এর মাধ্যমে তাদের সন্তানরা আর স্বাবলম্বী হতে শিখবে ।আমাদের অনেকেরই ইচ্ছে করলেও পার্টটাইম চাকরি করতে পারেন না। এর কারন হচ্ছে আমাদের মনে একটা সংশয় থেকে যায় যে কোন পার্টটাইম চাকরিটা আমার ভবিষ্যতে উপকারে আসবে ? এমন সংশয় থাকাটা স্বাভাবিক । আপনি সেই চাকরিটাই করুন যেটি আপনার পছন্দের। আপনার উচিৎ হবে কোন কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা, কোন শপিং মলে কাজ করা, সেলসে পার্ট টাইম কাজ করা, ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করা, হিসাব-নিকাশ রাখার কাজ করা ইত্যাদি । এ সকল কাজ আপনার পরবর্তী চাকরি জীবনে বেশ বড় ভুমিকা পালন করবে। হয়তো আপনি অনেক সময় কাঙ্খিত স্যালারি পাবেন না, তবে সেটা নিয়ে চিন্তা করলে হবে না কেননা এটাই আপনার আগামি দিনে প্রমোশনের মই হিসেবে কাজ করবে। এই সব কাজ আপনি আপনার সিভিতে অভিজ্ঞতা হিসেবে তুলে ধরতে পারেন যা চাকরি দাতা কম্পানিকে প্রলোভিত করতে পারে । মনে রাখবেন আপনার বাস্তব জীবনের যত বেশি অভিজ্ঞতা আপনার চাকরি পাবার তত বেশি নিশ্চয়তা ।</center> <center>এখন অনেকেই বলবেন সব কিছুই বুঝলাম কিন্তু কে দিবে এই সব পার্টটাইম চাকরি ? আসলে চাকরি কখনো হেটে আপনার দরজায় নক নক করবে না। আপনাকে তার দরজায় গিয়ে কড়া নাড়তে হবে । এখন বাংলাদেশে অনেক জব ফেয়ার হয় যেখানে বিভিন্ন কম্পানি চাকরির জন্য উপযুক্ত প্রার্থী খুজেন। আপনাকে এমন সকল ইভেন্টের খোজ রাখতে হবে। তাছাড়া বাংলাদেশে অনেক সাপ্তাহিক চাকরির খবরের কাগজ বের হয় যেখানে অনেক পার্টটাইম চাকরির বিজ্ঞাপন দেওয়া থাকে ।</center> <center>***সব মিলিয়ে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে , " আজকে আমরা যে শ্রম দিবো, আগামি দিনে তার মুল্য পাবো " ।***</center> <center></center>
👍 rishan, sahra-bot, woland76, mwfiae, execc, utks, luisapercefield, postpromoter, dog-marley, minnowbooster, snowflake, dalethewhale, normazaro, donaldnkengbeza, tipu, skropsi, etoo, tinetto, hsa61, bobnevv, linlux, z3r0d4yz, basterundco, jamr18, maczak6603, piewcapl, armandosodano, free-reign, safiuddin.zami, cvmidwife, sam-world, blessu, rafonixofficial, abuwaf3n, roman86, esty-x, maschennkaart, bbc-uk, miyata1987, ddh58615, mecarlo, ricardovieira, daycrypter, nikola13, maycorjerjes18, samue2013, anallero, mohamedhany, amitrawat, focs, tipopipa, geovanny1000, hierro21, kungwan, sabbirfamily, bofphemy, darkod, rayzorck, bledarus, mod-tamichh, geoffrey, larrykin, joeykini, likvidator, khairulamri08, fadibkk, olegas89, fresherworld87, tariqul95, adelsz, phoenixlady, drac59, cliffhanger, nor1, ashokachandani, whatumin, monsieurwolfgang, nibrassovic, dulshika8, choibo21c, soehtike, fulflet, dregnar92, bbig78, stanhopeofficial, alan369, abeba, originalathena, sand-im-bulli, lulita, mundoweb, miloje13, imran498, forybay9, sangdiyus, nitanbajo, jonasbayer, azzelarab, chemical.black, reneparedes, srtislam, senseicat, cryptoking7, rajaumair, rasel04, thruman, michelem15, joyfulstar, iamnotageek, tradev, kovacevsrdjan, nsnavin, hongsukahn, karamyog, crypto-france, kgakakillerg, jasykhandaker, munawardi, tobiicole, davidepercoco, movement19, renesmee, sprtsmrts, tiffany4ever, afm007, farhana-yeasmin,