সেমিস্টার ব্রেকে নিজেকে ঝালিয়ে নেবার কিছু কাজকর্ম
bangla·@rishan·
0.000 HBDসেমিস্টার ব্রেকে নিজেকে ঝালিয়ে নেবার কিছু কাজকর্ম
<center> সেমিস্টার ব্রেক শব্দটা শুনলে আসলেই মন যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। মনে মনে ভাবি যাক কিছুদিন টাইম পাবো ঘুমানোর জন্য। আমরা বাঙ্গালিরা খুব আরামপ্রিয় জাতি । একটু অবসর সময় পেলেই নিজের গাঁ ভাসিয়ে দেই বিছানাতে। ঠিক তেমনি কলেজ লাইফে সেমিস্টার ব্রেকে এদিক-ওদিকে নানা ভাবে সময় নষ্ট করি, এসব নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি ? সেমিস্টার রানিং থাকাকালীন নানা ধরনের কাজে ব্যস্ত থাকার কারনে আমরা কখনোই নিজেকে সময় দিতে পারি না। তাই এই সেমিস্টার ব্রেকের অবসর সময়ে অলসতার মাধ্যমে সময় অপচয় না করে সেই সময়কে আসুন বিনিয়োগ করি । https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmSdFWoRNCTytd2Ncm4fd3Mkuqk6WzG3dsM9yoZYpuXs1U/image.png সেমিস্টার ব্রেকের সময় আপনি অন্যান্য দেশের ভাষা শিখতে পারেন । আমাদের মধ্যে অনেকেই চিন্তা করেন বাংলা এবং ইংরেজি এই দু'টি ভাষাই যথেষ্ট । আমি তাদেরকে বলবো '' আমি আপনার সাথে একমত নই, তার কারন হচ্ছে এই প্রতিযোগিতামূলক যুগে নিজেকে একধাপ এগিয়ে রাখতে একাধিক ভাষা জানা অত্যান্ত প্রয়োজোনিয়। তাছাড়া এই অসাধারন গুনটি আপনাকে অন্যান্য সকলদের থেকে এগিয়ে রাখার পাশাপাশি আপনার সিভির মান বৃদ্ধি করবে যা আপনার চাকুরী জীবনে খুব কাজে আসতে পারে । তাই নতুন কোন দেশের ভাষা শেখার জন্য সেমিস্টার ব্রেকের যেয়ে উত্তম কোন সময় হয় না । নতুন নতুন ভাষা শেখার পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের অনলাইন কোর্স এর অন্তর্ভুক্ত হতে পারেন । এটি আপনার চাকুরীর যুদ্ধের বাজারে একটি অস্ত্র হিসেবে কাজ করবে । কেননা এই প্রতিজোগিতার যুগে সব্বাইই চায় অন্যের থেকে একটু ভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করতে। তাই সেমিস্টার ব্রেকে যেকোন ধরনের অনলাই কোর্সের আওতাভুক্ত হয়ে যান । https://npf.vn/wp-content/uploads/2018/02/tuyen-dung.jpg [Source](https://npf.vn/wp-content/uploads/2018/02/tuyen-dung.jpg) ইনটার্নশীপ নিয়ে আমরা অনেকেই কোন ধরনের চিন্তা করি না। সবাই এটাই ভাবি সেমিস্টার কোর্স শেষে অর্থাৎ চার বছর পর কোন একটি কোম্পানির সাথে যোগাযোগ করে ইনটার্নশীপ করে ঝামেলা মুক্ত হবো। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, আপনি যদি এই চার বছরের মধ্যে ৪/৫ টি ইনটার্নশীপ কমপ্লিট করেন তাহলে সেটি কেমন হবে ? অবশ্যই এটি আপনার পরবর্তি জীবনে অর্থাৎ চাকরি জীবনে জব পাবার ক্ষেত্রে ভালো একটি প্লাস পয়েন্ট দেব। তাছাড়া আমরা সকলেই জানি ভার্সিটি তে অনেক ধরনের খরচের সম্মুখীন হতে হয় তাই এর মাধ্যমে আমাদের কিছু পকেট মানি ও অর্জন করা সম্ভব ।</center>
👍 lordofreward, votes4minnows, arv1, petergriffin2, putu300, grindanalogue, cinnamonclay, insidescraper, antoniel, savelyev.dima, walrusaromatic, beetlevc, borndead05, davletshi, taigacabinet, gifteddwarf, finesuper, ocelotmultiply, petqrcode, hdikkerson, gnyumen, rodzherg, bdvoter, zaku, francisk, postpromoter, baancap, baandak, baanggal, imbritish, khayziljoy, aldoman-75, mayx181992, mikits, jidgabol, galorum, alixboom, ratul2018, mehedimd299, thobo, akkypan, u25b2x, cmtzco, cryptohustlin, eileenbeach, sammyb, andrecarothers, voter000, bofadeez, thevark, unholyleaf, harmonicliving, thedrayness, schulbz, blockchaindaily, drguy, zip512, papertradez, minnowpond1, ering, desmonid, shamrock017, thewindowflower, rngdz, minnowpond, drdeepdick, saadone01, minnowbooster, davidding, ash, billbutler, prasanna, gomeravibz, steemvoter, maryfavour, ribalinux, ew-and-patterns, hashing247.com, gunthertopp, steps, robertking, costanza, raycoms, angelol, cannonwar, bestgift, tpot, cliffpower, eoss, thedailysneak, steemguardian, buildingpies, telos, peskov, nepd, holgerwerner, ahinga, redfishpillar, mygod, upbloke, honourmaus, scilwa, rockz, dong262514, zizuflorin, bestlife, sniffbiff, denk-mit, brittuf, vladimir-simovic, thekittygirl, afrin12, nirgf, vintherinvest, generouswhale, zoltarian, murad06, brianturner, fiducia, betbuddha, mariaputri17, laicalv, widiaendah, chukuibijenny, pejugold, upvote.follow, belvajarandilla, vampirgarfield, steemconductor, robioulsanny, zappos, upheaver, rosemarynoble, odebgaming, marysent, dreamworld346, magoo57, rishan, happy33, gualsema, totan86826,