"এমন গাছ দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়।"

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@sampabiswas·
0.000 HBD
"এমন গাছ দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়।"
![IMG_20210521_001554.jpg](https://images.hive.blog/DQmYH6ZHKi4pXaJd1JPcdQZTgZoy6CKjUgckLvzDJjnfKUv/IMG_20210521_001554.jpg)

প্রিয়,
পাঠকগণ,

কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় সাবধানে আছেন।

আজকে আমি আপনাদের সাথে আমাদের পাশের বাড়ির কাকিমাদের বাগানের গাছ নিয়ে কথা বলবো।
এর আগেও আমি আমাদের বাড়ির গাছ নিয়ে অনেক লেখা শেয়ার করেছি,তবে আজ একটু অন্যরকম গাছ নিয়ে কথা বলবো।

অন্যরকম মানে আলাদা কোনো প্রজাতির গাছ নয়,তবে সাধারণত এইরকম গাছ আমরা সচরাচর দেখতে পাইনা। তবে বিভিন্ন পুষ্প মেলা বা গাছের বিভিন্ন প্রদর্শনীতে আমরা এমন গাছ দেখে থাকি।

![IMG_20210521_001620.jpg](https://images.hive.blog/DQmfGZE3phXnePoczwA7qYWBZXRZqU1aRgcQR8UtJ2cbMDh/IMG_20210521_001620.jpg)

কাকীরা এখন যেখানে বাগান করেছে কয়েকমাস আগেও ওই জায়গাটা বিভিন্ন নোংরা ফেলার জায়গা ছিল।আশেপাশের প্রায় সব বাড়ি থেকে ওখানে নোংরা ফেলা হতো। কাকীরা জায়গাটা কিনে নেওয়ার পর নিজেরা পরিষ্কার করে,বর্তমানে নিজেদের সখের বাগান করেছে।

বুবাই (কাকীর বড়ছেলে) ওর গাছের খুব শখ, সাথে পাখিরও। নিজেই আগের বার lockdown এর সময় বাড়ি এসে পাখি কিনেছিল।পড়াশুনার জন্য ও থাকে খড়গপুর।সেই তখন থেকেই পাখি পোষে,একদিন নিশ্চয় ওর পাখিদের ছবিও আপনাদের সাথে শেয়ার করবো।

আসলে এখন বর্তমান পরিস্থিতিতে কেউ কারোর বাড়ীতে বেশি যাতায়াত করি না।সেদিন কাকী ডাকলো তাই বাগানে গিয়েছিলাম। আর গাছ গুলো দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। বুবাই গাছ গুলো কোথাও থেকে এনেছে,ঠিক জানিনা আমি।

জামরুল আমি খুব একটা ভালো খাইনা, আম ও তাই। তবে দেখতে ভীষণ ভালো লাগলো। যদিও আমাদের বাড়িতেও একটা বারোমাস আম হবে এমন গাছ হয়েছে,কিন্তু ওটা অনেকটা বড়ো গাছ ছিলো।কিন্তু কাকীদের বাড়িরটা একদমই ছোট্টো গাছ, তাতে আমও ধরেছে, দেখে মনে হচ্ছে যেন শুয়ে আম পারা যাবে।

![IMG_20210521_001701.jpg](https://images.hive.blog/DQmegY3D7P1V4B26Bv4cjQ5a1nqWVrw1YiacikDNts7DAJ8/IMG_20210521_001701.jpg)

একই রকম জামরুল গাছটাও।কত্ত জামরুল হয়েছে, রঙটা একটু লাল লাল। বেশ সুন্দর। দেখে সত্যিই ভালো লাগলো। বিভিন্ন সব্জি ও লাগিয়েছে, উচ্ছে,পটল,লাল শাক আর ও অনেক কিছু। আপনাদের সাথেও ছবি গুলো শেয়ার করলাম দেখে আপনাদেরও ভালো লাগবে আশাকরি।

![IMG_20210521_001637.jpg](https://images.hive.blog/DQmSjfhcMq3yJTTf1Vp5HiNXytoJTof5g36dEWFB91rauMu/IMG_20210521_001637.jpg)

![IMG_20210521_001416.jpg](https://images.hive.blog/DQmb32sVtNtWtoYu8Pbez71qpX8eAWrcMSfWhuW5rWVFnA6/IMG_20210521_001416.jpg)

ভালো থাকবেন, সুস্থ থাকবেন,সাবধানে থাকবেন।অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।শুভরাত্রি।
👍 , , , , , , , ,