কালো মেয়ে

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@sarakhatun·
0.000 HBD
কালো মেয়ে
![image](https://img.esteem.ws/t8wjl00kgr.jpg)

কালো মেয়ে সে
মহাবিশ্বের সব অবহেলা
নিরবে সয়ে সয়ে
তাকিয়েছে নির্ঘুম রাত্রিতে 
ঐ দূর আকাশে।
মেধা তার হেরে গেছে
কোকিলা কালো বলে।
ক্লোজআপ কাছের আসার গল্প
দেখিয়ে দাও অদেখা তোমার কল্প
কালো মেয়ের পৃথিবী করেছে ভার
তাবৎ জ্ঞানী কেবল সুন্দরের অবতার!
কালো মেয়ের মন নেই
কালো চামড়ার ভাঁজে তা থাকতে নেই
কালোই তার জীবনের কেড়েছে আলো।
কোকিলের রং কালো বলে কে শোনেনা গান
আকাশের মেঘ কালো বলে না ডাকে কি বাণ
রাত্রীর রং কালো বলেই তারকারে লাগে ভালো
কালো কিতাবের কালো অক্ষরে জগতে এত আলো।
কালো মেয়ের কালো রঙ যাক মনের আলোতে ঘুচে
মনের কালোতে যে মন ভরেছে তারে দিবে কে মুছে?
গায়ের কালোতে এ জগতে হায় হয়নিকো কোন ক্ষতি
মনের কালোতে পুরো পৃথিবী পুড়ে যায় নিরবধি!
👍 , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,