Your name
esteem·@sarakhatun·
0.000 HBDYour name
 Obo robi poet you are no pictures you are in the mind 'gagan Ashul ' breathing in the bus - with intense intense breath Are you tune gane stream upstream tapura-tupura rhythm. You are Shashi-Robi World's Free of Poverty. Today, you have to mourn and sing loudly. How many songs are playing songs of great love? You are spreading poetry in writing every day in the night. Rishi will be crossing in the Rabi Hridi meeting. O creator's poetry Ravi Swarna in the name of your name. O literary charioteer of knowledge, you know the hundred pranams ---- ------- ওগো রবি কবি তুমি নহ ছবি তুমি আছো মন' গগনে। আছোফুল' বাসে শ্বাসে -প্রশ্বাসে নিয়ত নিবিড় মগনে। আছো সুরে -গানে স্রোতের উজানে টাপুর-টুপুর ছন্দে। তুমি শশী-রবি বিশ্ব গরবী মুক্ত সৃজনানন্দে। আজো তব' ধূন করে গুন গুন অজুত কন্ঠ বীনাতে। কত কথা গান রচেছো মহান প্রাণের তা-ধিন ধিনাতে। লেখনী ধরাতে কবিতা ছড়াতে আছো রাতে প্রতি প্রভাতে। বরষ হাজার হবে পারাপার তবু রবে হৃদি সভাতে। হে প্রানের কবি সৃজনের রবি স্বর্ন আখরে তোমার নাম। হে সাহিত্য রথী জ্ঞানের সারথি তোমারে জানাই শত প্রনাম