স্বপ্ন

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@shahinaubl·
0.000 HBD
স্বপ্ন
তাকে নিয়ে দেখা আমার প্রথম স্বপ্ন, যেখানে তার উজ্জ্বল হাসি আমাকে মুগ্ধ করেছিল। সেই রাতে অন্ধকার ছিল ঠিকই কিন্তু আমার মনের গভীরে তাকে নিয়ে স্বপ্নেরা গল্প  বুনেছিল। আমি কোনোভাবেই নিজের ঘুম ভেঙ্গে জেগে উঠতে চাইছিলাম না। কারণ স্বপ্নের মাধ্যমেই এত কাছে যাওয়া সম্ভব ছিল। মাঝেমধ্যেই মানুষ বলতো অন্ধকারেও রঙিন স্বপ্ন দেখা যায়। আমার এই কথার উপর বিশ্বাস ছিল না। কিন্তু যেইদিন থেকে তুমি আমার জীবনে প্রবেশ করেছ, আমি অন্ধকারেও রঙিন আলো দেখতে পাই। যে, আলো আমার ভেতরের সকল কালো দাগ মুছে দিয়েছিল। তোমার মুখে ছিল উজ্জ্বল হাসি, আর হাতে ছিল আমার পছন্দের লাল গোলাপ। তোমার মুগ্ধ চাওয়া আমাকে ডুবিয়ে রেখেছিল।

তুমি হাত বাড়িয়ে বললে এই দেখো আমি ফিরে এসেছি। জীবনের নতুন করে সম্ভাবনার উদ্বোধন হয়েছিল। আমার ভেতরে তোমাকে আলিঙ্গন করার জন্য ঝড় বয়ে চলছিল। আমি তোমার এত কাছে ছিলাম যেটা বাস্তবেও কখনো সম্ভব হয়নি। আমি চারপাশে নানা ধরনের আলোর ঝিলিক দেখতে পাচ্ছিলাম। অন্ধকার ঝাপসা হয়ে গিয়েছিল, উষ্ণতা আমাকে ঘিরে ধরেছিল, স্বপ্নের পৃথিবী আরো রঙিন হতে শুরু করেছিল। আমরা খোলা আকাশের নিচে সবুজ ঘাসে  নিজেদের জীবনের কথা বলছিলাম। সাদা এবং গোলাপি রঙের বিস্ফোরণ আকাশকে রং তুলি দিয়ে আঁকিয়ে ছিল।

 তোমার উপর সকল অভিযোগ, অভিমান, তখন মিথ্যে মনে হচ্ছিল। আমি যে তোমার উপর রেগে আছি সেটাই আমি তখন ভুলে গিয়েছিলাম। সেই প্রথম দিনের মতোই তোমার মুখটি মায়ায় ভরা। যার চোখে তাকিয়ে জীবনের সংজ্ঞা ভুলে যেতাম। তুমি তো সেই মানুষটা যাকে আমি আগলে রেখেছিলাম, যাকে পাওয়ার জন্য লড়াই করতে চেয়েছিলাম। আমার বিশ্বাস হচ্ছিল না তুমি ফিরে এসেছ, কিন্তু আমি অবিশ্বাস করতে চাইছিলাম না। তোমার ফিরে আসার গল্পে তুমি ভিন্ন রকম হাসি যোগ করেছো। এটা সুন্দর, অবশ্যই সুন্দর আমার কাছে, চিত্রকর্মের মত শক্ত এবং মায়াবী।

আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, তুমি বলেছিলে যারা চলে যায়, তারা ফিরে আসার জন্য যায় না। তাহলে আবার কেন এই ভাঙা পৃথিবীতে ফিরে আসার সিদ্ধান্ত নিলে। তোমার নরম হাতের স্পর্শ আমাকে শক্ত করে ধরে বলছিল, আমি তো কখনো তোমায় ফেলে যাইনি, সব সময় ছিলাম এখনো আছি। তোমার মন কি আমার কথা বলে নি যে আমি ফিরে আসবো? আমি উত্তর দিতে চাইছিলাম না। কারণ একজন মানুষ সারা জীবন তার পছন্দের মানুষটার ফিরে আসার জন্য অপেক্ষা করে। আর আমাদের বিচ্ছেদের গল্প শুরু হয়েছে তো মাত্র কয়েকটা দিন। আমি কিভাবে তোমাকে না পাওয়ার গল্প শুরু করতে পারি।

আমি যখনই তোমাকে আলিঙ্গন করার জন্য তোমার খুব কাছে গেলাম, এতটাই কাছে তোমার নিঃশ্বাসের শব্দ আমাকে অনুভূতি দিচ্ছিল। সেই সময়টাতেই মোবাইলের রিংটোন বেজে ওঠে মনে করিয়ে দিল, আমি কল্পনার জগতে রয়েছি বাস্তবে এখনো অনেক কিছু বাকি। আমার শরীর গরম হয়েছিল, এত সহজেই যত্নে গড়া ভালবাসা কিভাবে ভেঙে গিয়েছিল তা মনে করার মত নয়। সুন্দর সময় আর সুন্দর স্বপ্ন কখনো স্থায়ী হয় না। অল্প সময়েই ফুরিয়ে যায়। ছাইয়ের মতো বাতাসে ভেসে বেড়ায় অথবা অন্য কারোর দরজায় কড়া নাড়ে নতুন করে কষ্ট দেওয়ার জন্য।

[Image](https://www.freepik.com/free-vector/teen-girl-crying-front-computer-attic-room_16591273.htm#query=Sad%20girls%20night&position=0&from_view=search)


![teen-girl-crying-front-computer-attic-room_107791-7098.webp](https://images.hive.blog/DQmRECMB2ju4z1EaBwHkiJhASdmqYiEw1WKyUMx9oG3WoAE/teen-girl-crying-front-computer-attic-room_107791-7098.webp)
👍 , , , , , , , , , , , , , , , , , ,