চাঁদের আলো
hive-190212·@shahinaubl·
0.000 HBDচাঁদের আলো
অনেকদিন পরে পূর্ণ চাঁদের দেখা পেলাম। আমার ধ্বংসপ্রাপ্ত জানালার তক্তার মধ্যে দিয়ে চাঁদের আলো অনুভব করছি। বলতে গেলে এটা বেশ অনেকদিন পর। অনেকদিন পর অন্ধকারে মুক্ত আলোয় নিজের শরীর স্পর্শ করছে। বাতাস গুলো যখন ভয়ানক ভাবে প্রবাহিত হচ্ছিল, আমি চেষ্টায় ছিলাম তার উদারতা অনুভব করার। জানালার শাটার গুলো খুব অসন্তুষ্ট ভাবে ঝাঁকুনি দিয়ে নিজের তিক্ততার কথা বুঝিয়ে দিচ্ছিলো। আমি আমার ফ্লোরে রূপালী চাঁদের আলো গুলো নাচতে দেখছিলাম। আমার সেখান থেকে সরে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমি প্রস্থান করতে পারিনি। মাঝে মধ্যেই আটকে যাই নিজের ভালোলাগা, ভালোবাসার এক অতৃপ্ত তৃষ্ণায়। আমি সেখানে প্রায় দীর্ঘ সময় জুড়ে সময় অনুভব করেছি। আমি নিজের স্বপ্ন গুলো চাঁদের আলোয় জ্বলতে দেখেছি। আমি দেখেছি নিজের জীবন অন্ধকার থেকে আলোতে ছুটে গেছে। আর আমার সাথে সাথে পথ পাড়ি দিয়েছে পূর্ণ চাঁদ। কি দারুন অনুভুতি জানেন তো, ছোটবেলায় সন্ধ্যা হলেই পা রাখতাম দরজার বাইরে। মনের আনন্দে ছুটে চলতাম অজানা গন্তব্যে। চিৎকার করে করে মাকে বলতাম দেখনা চাঁদ আমার সাথে হেঁটে চলছে। আমিও বারবার খেয়াল করতাম দেখতাম সত্যিই তো আমার সাথেই পাড়ি দিচ্ছে অজানা পথ। এই ক্ষুদ্র অনুভূতিগুলো তখন পৃথিবীর সবথেকে সুখী জিনিস ছিল। কারণ তখন হয়ত ঘিরে থাকতো হাজারো স্বপ্নের রং। একাকীত্ব পার করার জন্য তখন কোনো নির্জন জায়গার প্রয়োজন হতো না। কারণ তখন আমি পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে নিজের প্রতিধ্বনি শুনতে পছন্দ করতাম। চিৎকার করে করে যখন নিজের নাম গুলো বলতাম পাহাড়রাও সেই নামেই আমাকে ডেকে সারা দিত। নিজের ছোট্ট স্বপ্নগুলো এড়াতে তখন কোন বিপদজনক পথ পাড়ি দিতে হয় নাই। জীবনের এমন ছোট ছোট অনুভূতিগুলো দাঁড় করিয়েছিল স্বর্গের দরজায়। আমিও সেই দরজাকে কখনো অপেক্ষা করে ছুটে চলেছি নিজের মনের মত করে। আজকে আবারো সেই চাঁদের আলো নিজের পুরনো অনুভূতি গুলোকে জ্বলজ্বল করতে দেখছি। কোন দ্বিধা ছাড়াই যখন চাঁদের আলো আমাকে স্পর্শ করছে, আমি আমার জীবনকে প্রফুল্ল করতে দাঁড়িয়ে আছি। সুন্দর সময় গুলো খুব দ্রুত হারিয়ে যায়। কিন্তু আমাদের মনের মধ্যে ভালোলাগার একটি প্রদীপ জ্বেলে যায়। যেটা আমাদের ভেতর সারাজীবনই জ্বলতে থাকে। অনেকে নিজের মূর্খতার কারণে সেটা নিভিয়ে দেয়। আবার অনেকেই রয়েছে যারা সারা জীবন সেটা জ্বলতে সাহায্য করে। আমিও সেই মানুষগুলোর মতই নিজের ভেতরে প্রদীপ কে জ্বালিয়ে রাখতে চাই। সময় ফুরিয়ে গেলেও অন্ধকারে চাঁদ আমাদের আলো দিতে এখনও ভুলেনি। আমার খুব ইচ্ছে গভীর রাতে নির্জন রাস্তায় চাঁদের সাথে আবারো হটে যাব কোন অজানা পথে। আমি মনে করি না এর থেকে আনন্দের অনুভূতি আর কোন কিছু আমাকে দিতে পারবে। অনেকেই বলে একাকীত্ব নাকি মানুষকে অন্ধকারে ঠেলে দেয়। কিন্তু আমার কাছে মনে হয় মাঝে মধ্যে সেই অন্ধকারে হেঁটে যাওয়া মানুষটাই চাঁদের আলোর দেখা পায়। অনেকেই নিজের উপর আঙ্গুল তুলে বলে একটা সময় নাকি নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। কিন্তু যখন পূর্ণ চাঁদ আপনার আসমানে থাকবে, তখন সেই আপনার ছায়াকে আপনার কাছে ফিরিয়ে দিতে সাহায্য করবে। শুধুমাত্র একটু ধৈর্যের প্রয়োজন একাকিত্বকে সাথে নিয়ে একটু সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজন। মানুষ যেমন বলে ভালো সময় সহজেই কেটে যায়। আমি বিশ্বাস করি তার সাথে সাথে কিন্তু খারাপ সময় কেউ চলে যায়। মানুষ হয়তো খারাপ সময়টাকে সহজভাবে নিতে পছন্দ করে না। কারণ সবাই চাঁদের আলো থেকে সূর্যের আলোটা কে বেশি পছন্দ করে। কারণ সেটা আমাদের স্পষ্টভাবে সবকিছু দেখতে সাহায্য করে। 
👍 liaminit1, curx, crokkon, apx, funnyman, eliel, improv, codingdefined, stinawog, ernick, fatman, amico, sustainablelivin, tanzil2020, ordinaryamerican, tinyvoter, optimizer, infinite-love, shufunk, voter003, alphacore, gerber, ezzy, exyle, jacuzzi, steem.leo, mice-k, dcityrewards, reazuliqbal, dune69, iansart, felander, caladan, elbrava, unconditionalove, bestboom, steem.services, dlike, followjohngalt, cakemonster, mfblack, triplea.bot, tiffin, ribary, dcrops, poliwalt10, xves, yogacoach, rumors, meanbees, bergelmirsenpai, mrarhat, aqua-red, r-nyn, bdvoter.cur, deepu7, bdvoter, blind-spot, dogancankilment, drillith, zaku, xawi, ifeoluwa88, hmetu, nonsowrites, iamjohn, tomlee, bilpcoinrecords, minhajulmredol, kgsupport, cronicasdelcesar, mahirabdullah, chrysanthemum, temileke, hugo4u, xbdvoter, filler, rem-steem, reza-shamim, olaexcel, rodmila, fa-him, waivio.welcome,