শোভাশিষের সংগ্রামঃ পর্ব ০১

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@shaonashraf·
0.000 HBD
শোভাশিষের সংগ্রামঃ পর্ব ০১
তিন ভাই দুই বোনের মধ্যে শোভাশিষ তৃতীয়, মানে মেজু।অভাবের সংসার নূন আনতে পান্তা ফুরাই।লেখাপড়া সেখানে বিলাসিতা। কিন্তু শোভাশিষ চায় পড়াশোনা করে বড় হবে।কিন্তু সৃষ্টি কর্তা সবার আশা হয়ত পূর্ণ করে না।পনের বছর বয়সে সংসারে স্বচ্ছলতা আনতে পারি জমাতে হয়েছে প্রবাসে।বছরের পর বছর প্রবাস থেকে টাকা পাঠিয়েছে। সে টাকা দিয়ে বোনদের বিয়ে, ভাইয়ের ব্যবসা, বাড়িতে পাকা ঘর, মাঠে জমি সব হয়েছে।

তের বছর পর শোভাশিষ যখন বাড়িতে আসে তখন সম্পত্তি ভাগ করবে ভাইয়েরা।পাকা ঘর দুইটা, একটি নিবে বড় ভাই, অন্যটি ছোট ভাই।বাজারের ব্যবসা দুই ভাইয়ের নামে।একটি টিনের ঘর আর মাঠের জমির কিছু অংশ শুধু পড়ে রইলো শোভাশিষের জন্য। বিয়ে না করে শোভাশিষ ফিরে যেতে চায় প্রবাসে।কিন্তু শোভাশিষের মা দেয়নি।
আবার ওরা তোর টাকা শুষে খাবে।বিয়ে করে বউ রেখে যাবি তাকে টাকা পাঠাবি।
শোভাশিষ বিয়ে করে। ছয় মাসের ছুটিতে দেশে এসেছিলো।ছুটি শেষ হওয়ার দুই মাস আগেই চলে যাই। কারণ বউ গর্ভবতী। ডেলিভারিতে টাকার প্রয়োজন।ইদানীং শোভাশিষ আরও বেশি কাজ করতে শুরু করলো।কারণ বউকে রেখে গেলো ভাঙা টিনের ঘরে।বাড়িতে আবার একটি দালান দিলো।শোভাশিষের ছেলে হয়েছে।


শোভাশিষের ভাগ্য ভালো  বউটা তাকে খুব ভালোবাসে। শোভাশিষ এখন চব্বিশ ঘণ্টার মধ্যে আঠারো ঘন্টা কাজ করে। ছেলের সাথে ভিডিও কলেই পরিচয়।ছেলের যখন চার বছর বয়স তখন ছয় মাসের ছুটিতে দেশে আসে।ছুটি কাটিয়ে যাওয়ার ছয়মাস পর ওর দ্বিতীয় ছেলের জন্ম হয়।শোভাশিষের বিদেশে আর মন বসে না।কিন্তু দেশে এসে কি করবে তাই বউকে বলে, আর দুই বছর থাকবো।এই দুই বছর তোমাদের সামান্য খরচ দিয়ে বাকীটা জমাবো।একটা ব্যবসা দেওয়া যায় এ পরিমাণ টাকা হলে একবারে শেষ করে দেশে চলে আসবো।

দুই বছর পর টাকা জমেছে বিশ লক্ষ।তাহলে এবার দেশে আসা যায়।কিন্তু বউ এখন বলে যেহেতু বিশ লক্ষ টাকা হয়েছে তাহলে জেলা শহরে একটা জায়গা কিনি।বাচ্চারা বড় হচ্ছে। ওখানে ভালো পরিবেশে মানুষ করতে পারবো।শোভাশিষ আর কি বলবে। ঠিক আছে,কিনো।জায়গা তো হয়েছে এখন বাড়ি করতে হবে।তখন শোভাশিষের বয়স উনচল্লিশ। ছয়তালা ফাউন্ডেশন দিয়ে বাড়ি শুরু করছে ওর বউ।শোভাশিষ কে বললো, একতলা কমপ্লিট হলে তুমি দেশে চলে এসো। এরপর লোন নিয়ে করা যাবে।তিন বছর লেগে গেলো এক তালা কমপ্লিট করতে।এবার দেশে আসবে।কি আনতে হবে, কি মাসে আসবে বউয়ের সাথে আলোচনা। 

গল্পের পরবর্তী অংশ থাকছে দ্বিতীয় পর্বে....


![IMG_20200326_124849.jpg](https://images.hive.blog/DQmQ1N5gjRGTFsLsza7c1Z6phgSq5mnpZuMuoV87RDwKgrQ/IMG_20200326_124849.jpg)
👍 , , , , , , , , , , , , , , , , , , , , , , ,