স্বাস্থ্যই সম্পদ।

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@shemanto72·
0.000 HBD
স্বাস্থ্যই সম্পদ।
<center>***স্বাস্থ্যই সম্পদ***</center>


সবার মুখে শুনে থাকি যে " স্বাস্থ্যই সম্পদ " . এটা বলা সত্বেও অনেকেই এটা মানে যে  নিজের জীবনকে কষ্ট দিয়ে যদি সে সেই অর্থ দিয়ে শখ পূরণ করে তা হয়তোবা তার জন্য  ভালো হবে ! কিন্তু আসলে এটা ঠিক না।  যদি আপনি নিজে সুস্থই না থাকেন তাহলে আপনি আপনার শখ পূরণ করে কি করবেন।  আসলে অনেকেই আছে যারা তাদের শখের বসত নিজের জীবনকে কষ্ট দেয়।  আর যার কারণে আর অসুস্থ হয়ে পারে। আর এইকারণে হয়তোবা তাকে অনেক বড় ভুগান্তিতে পড়তে হয়। আর এভাবে করেই তাকে তার শখের জিনিসটাও হারাতে হয় ! 

আসলে আমি এই কথা গুলো নিজের থেকে বলি নি।  অনেক জায়গায় দেখেছি এইরকম অবস্থা।  আসলে কেন তারা এইরকম করে আমি জানি না! নিজের শরীরকে কষ্ট দিয়ে নিজের শখ পূরণ করে ! তার সে অনেক অসুথ হয়ে পরে।  আর না চাইতেও তাকে তার শখের জিনিসটি হারাতে হয়। আমাদের বাড়িতে এমন অনেকেই রয়েছে।  তাদের জীবন থেকে তাদের শখ অনেক বেশি দামি।  আর আমি এখানে শুধু শখ পূরণের কথা বলবো না এমন অনেকেই আছে যারা তাদের শরীর নিয়ে কোনো চিন্তায় নেই।  


অনেক দিন আগে যখন বাড়িতে ছিলাম , দেখতাম একটা ছেলে তার বাড়িতে অনেক অশান্তি করতো।  তার বাবা একজন পান ব্যবসায়ি ছিল।  তেমন একটা স্বচ্ছল ছিলোনা , কিন্তু তবুও তার যন্ত্রনায় তার পরিবার তাদের বাড়ির থেকে কিছু জমি বন্দুক দিয়ে তাকে একটি বইক কিনে দেয়।  আর তার কিছুদিন পর তার বাবা অনেক অসুস্থ হয়ে পরে তার এই জমির জন্য।  আর তার কিছুদিন পর তার বাবার হার্ট ব্লক হয়ে যায়। আর সে কারণ সে হার্টস্ট্রোক করে।  আর ডাক্তার তাকে বলে যেন আর চিন্তা না করতে।  কিন্তু সে টাকার হিসাব না মিলাতে পেরে অবশেষে তার জীবন হারাতে হয় ! 


কেউ তো আছে সারাদিন টাকার পিছনে ঘুরে ঘুরে নিজের যত্নের কথাই ভুলে যায় ! এটা কি কোনো বুদ্ধিমক্তার কাজ ?কেউ কি তার সামান্য শখের জন্য জীবন বাজি রাখবে।  আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা হয়তোবা নিজের শরীরের যত্ন জন্য সঠিক ভাবে নিতে পারেনা ! 

আসলে অনেকেই আমাদের মধ্যে বলতে পারেনা আমাদের শরীরের জন্য কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকর। আসলে আমাদের গ্রামের বেশির ভাল মানুষ এখনো এইসব সম্পর্কে অজ্ঞ।  আমাদের উচিত আমাদের একটা তেম বানিয়ে তাদেরকে ওসব সম্পর্কে জ্ঞান দেয়া উচিত !এতে করে তারা তাদের শরীরের প্রতি আরো যত্নশীল হতে পারবে ! 



![4.JPG](https://images.hive.blog/DQmRQmRiGD212otyS6i3s9rydA8PNniUgqK7YmjNNCUJ6Ms/4.JPG)



![mXkfdToSwHy1F6xC7iNSf4gD4njuiH2TJnH2d9a7sjEgsxpt7CEU4CDLL7mP9zQRVVSzCik54u9BzkowKWMTJGsSmkpZb2759qFbBrSDc.png](https://images.hive.blog/DQmdMpZCfVzvKcM7rfT7mB7uUPhZwvb1kPfwhvHLMPc8Xup/mXkfdToSwHy1F6xC7iNSf4gD4njuiH2TJnH2d9a7sjEgsxpt7CEU4CDLL7mP9zQRVVSzCik54u9BzkowKWMTJGsSmkpZb2759qFbBrSDc.png)
👍 , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,