কবিতা "আজীবন অন্ধকারে"
poem·@smsadman·
0.000 HBDকবিতা "আজীবন অন্ধকারে"
আজীবন রয়ে যাবে স্বপ্নে বাঁধা ঘর ভুলে তুমি মোরে ছেড়ে হয়ে গেলে পর। হবে না আপন তুমি কোন ক্ষণে আর ফিরে ফিরে তবু দেখা হয় শতবার। মানে না সহে না প্রাণ বাঁধলে যে ঘর কি ভুলে সারা জীবন হয়ে গেলে পর। কষ্ট দিলে কত মোরে তবু মনে আছো রক্তে মিশে গিয়ে কেন দূরে চলে গেছো। এই প্রাণ কথা কয় শুধু একা একা শুনে না বুঝে না কেউ চলে সবে বাঁকা। এই মন ছ্যাঁকা খেয়ে নিশ্চুপ হৃদয়ে; বার বার জ্বলে মরে তবু যায় সয়ে। চিরকাল ভালবাসা রবে অন্ধকারে জানি আমি বুঝি আমি তাই অশ্রু ঝরে। কবিতাটি কেউ কপি করবেন না