জীবন ও জীবিকার জন্য কর্ম।
hive-190212·@sppriya·
0.000 HBDজীবন ও জীবিকার জন্য কর্ম।
<div class="text-justify"><i> কর্মই জীবন। বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষের কোন না কোন কর্মের উপর নির্ভরশীল। বেঁচে থাকতে হলে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এসব কিছু চাহিদা রয়েছে। এইসব মৌলিক চাহিদা ছাড়াও মানুষের আরও বিভিন্ন ধরনের চাহিদা থাকে। এই সব চাহিদা পূরণ করতে হলে মানুষের অর্থের প্রয়োজন পড়ে। আর এই অর্থের যোগান আছে বিভিন্ন কাজ কর্মের মধ্য দিয়ে। কাজ করে মানুষ টাকা বা সম্পদ উপার্জন করে থাকে এবং তা দিয়ে তারা এবং পরিবারের সমস্ত চাহিদা পূরণ করে থাকে।<hr> <hr> জীবনে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকে কোন না কোন একটি কাজ বেছে নিতে হয় । যা সে তার নিজস্ব কর্মদক্ষতার মাধ্যমে সম্পন্ন করে অর্থ উপার্জন করেন। অর্থের জন্য একেক জন মানুষ একেক ধরণের কাজের উপর নির্ভরশীল যেমন কেউ কৃষি কাজ করে কেউবা শ্রমিকের কাজ করে কেউবা সরকারি বিভিন্ন অফিসে কর্মরত আছে অনেকে কামার-কুমার তাতে জেলে বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে অর্থ উপার্জনের চেষ্টা করেন। যদিও বাংলাদেশ শিশুশ্রম নিষিদ্ধ তবুও শহর কিংবা গ্রামে প্রায় সময় দেখতে পাওয়া যায় শিশুরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। কেউ ইট ভাঙ্গা কিউবা কুলির কাজ আবার অনেকে বিভিন্ন ধরনের নির্মাণাধীন গ্যারেজে অথবা ওয়াকসবে কাজ করে থাকে। মাঝেমধ্যে দেখা যায় শিশুরা ফেরি করে হকারি করে অর্থ উপার্জনের চেষ্টা করে। আজকে আমি আপনাদের সাথে দুটি শিশুদের পরিচয় করিয়ে দেবো যারা তাদের জীবন-জীবিকার তাগিদে নদীর ধারে রাস্তার পাশে ব্যবসা করে তাদের অন্য এবং অর্থের যোগান দেওয়ার চেষ্টা করছে। এ দুটি শিশু আমলা বিক্রি করার মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করতেছে। যখন আমি জিজ্ঞেস করলাম তোমরা এই কাজগুলো কেন করতেছো। তখন তারা আমাকে জবাব দিল তাদের পরিবারের অন্নসংস্থান করার জন্য তারা এই পেশা বেছে নিয়েছেন। এ দুটি শিশু মূলত পূর্বে ছিল ছাত্র কিন্তু করোনারি পরিস্থিতিতে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং তাদের বাবা চাকরি হারানোর ফলে তারা এই পেশায় এসেছে। এখান থেকে তারা যে টাকা আয় করে তা দিয়ে প্রতিদিন তাদের সংসারের কিছু না কিছু বাজার করার চেষ্টা করে এবং তাদের বাবাকে সাহায্য করে থাকে। এখান থেকে তারা সামান্য কিছু পরিমাণ আয় করে যা তাদের জন্য পর্যাপ্ত না। তাদেরও শখ ছিল পড়ালেখা করে নিজের জীবন সুন্দর করে পৌঁছাব এবং পরিবারের জন্য ভালো কিছু করার ইচ্ছে ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটি আর হয়ে উঠলো না। বাবা আড়ালে তার চাকরি এখন তাদের পরিবারের তিনবেলা খাবার ঠিকমতো জোটে না। কিভাবে তারা তাদের পরিবারের এবং নিজেদের বাকি চাহিদাগুলো মেটাবে তারপরে স্কুল বন্ধ থাকায় আরো বেশি বেকায়দায় পড়ে গেছে তাদের শিক্ষাজীবন। যদি অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয় শিক্ষা কার্যক্রম চালু হয় তাহলে তারা পুনরায় স্কুল জীবনে ফিরে যাওয়া বলে আশা ব্যক্ত করেছেন। একজন বলেছে পড়ালেখা করতে নাকি তার অনেক ভালো লাগে সে প্রতিদিন স্কুলে যায় এবং মনযোগ দিয়ে পড়ালেখা করো। কিন্তু পরিস্থিতি আজ তাকে এখানে এসে দাঁড় করিয়েছে। এবং তারা বলেছে যদি পড়ালেখার পাশাপাশি ছোট কোন কাজ বা ব্যবসা করে তাদের নিজেদের চাহিদা মিটিয়ে পরিবারের অর্থের কিছুটা সাহায্য করতে পারে তবে তারা অনেক খুশি। দেখা গেল এ দুজনের মধ্যে ছোটবেলা থেকেই পরিবারের জন্য এবং নিজের জন্য যে একটা দায়িত্ববোধ এসেছে তা অনেক বড় ফ্যামিলি শিক্ষিত ছেলেদের মাঝে দেখা যায় না। তারা এই বয়সে তাদের নিজেদের এবং পরিবারকে নিয়ে ভাবে। তাদের মধ্যে একটা দায়িত্ববোধ লক্ষ্য করা যায় তারা দুজনে কর্মঠ ছোট কোন কাজ বা ব্যবসা করতে তাদের অনেক ভালো লাগে তারাও পড়ালেখার পাশাপাশি সুযোগ থাকবে তারা এমন কিছু চালিয়ে যাবে। নদীর ধারে ঘুরতে আসা মানুষগুলো শখের বশে কিংবা শিশুদের প্রতি দয়া দেখানোর জন্য তাদের ক্ষেত্রে এই ফলগুলো কিনে থাকে। তারা একটি আমলা 5 টাকা করে বিক্রি করে থাকে একটা বিক্রি করলে তাদের দুই টাকার মত করে থাকে। দৈনিক যাতে তারা একশটা আমড়া বিক্রি করতে পারেন তবে তাদের 200 টাকা থাকবে বলে আশা করে। নদীর তীরবর্তী বাড়ি হওয়ায় তাদের মনে সবসময় একটা ভয় এবং হতাশা কাজ করে। তা হল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এমনকি জীবননাশের সম্ভাবনা থাকে। তারা আরো একটি চাহিদার কথা বলেছে কিন্তু তাদের নিকটবর্তী কোন নিরাপদ আশ্রয় কেন্দ্র থাকে তবে সেটি হয় তাদের জন্য অত্যন্ত ভালো। সময় তারা সেখানে পরিবারে সকালে আত্মীয়-স্বজন কিংবা পাড়া-প্রতিবেশী সকালে আশ্রয় নিতে পারে। পরিশেষে বিদায় মুহূর্ত একটি কথা বলতে পারে আমরা যে যার অবস্থান থেকে গরিব দুঃখীর অসহায় মানুষদের সাহায্য করার চেষ্টা করব। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব বিপদে-আপদে সব সময় তাদেরকে সাহায্য করবো এবং তাদের দুঃসময়ে অন্ন বস্ত্র বাসস্থানের যোগান দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে একে অন্যের উপকার করার চেষ্টা করব। যদি এ কাজগুলো আমরা করতে পারি তবে আমরা মানুষ হিসেবে মানুষের পরিচয় দিতে পারব। আজ এখানে আপনাদের থেকে বিদায় নিলাম ভবিষ্যতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের নিকটবর্তী যদি কোনো অসহায় দরিদ্র শিশুকে বা পরিবার থাকে তবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।</div><i> # <i>ধন্যবাদ এবং শুভেচ্ছা @Sppriya</i>
👍 sqube, ctime, arcange, senseiphil, raphaelle, fengchao, laruche, walterjay, felt.buzz, killerteesuk, hive-143869, monkeydex, munkasir.adib, elector, goldfoot, botito, tobor, hadaly, dotmatrix, curabot, stoudi, chomps, freysa, lunapark, weebo, otomo, swissbot, swissapps, quicktrade, buffybot, hypnobot, psybot, chatbot, psychobot, misery, freebot, cresus, honeybot, quicktrades, droida, ahp93,