উচ্চাকাঙ্ক্ষা
hive-190212·@toushik·
0.000 HBDউচ্চাকাঙ্ক্ষা
 বাঁধা বিপত্তি হীন জীবন কে না চায়? কে চায় না উচ্চাকাঙ্খা? কিন্তু আজকাল আমাদের মধ্যে উচ্চাকাঙ্খার পরিধি বেড়ে যাচ্ছে, কিন্তু ব্যতিক্রম। আমরা প্রায়শই দেখি মানুষজন পরিশ্রম ছাড়া বিলাসবহুল জীবন চায়। বিশাল বাড়ি থাকবে, রেন্জ রোভার গাড়ি থাকবে, রয়াল এনফিল্ডের একটা দুই চাকা ওয়ালা মেশিন থাকবে। সুন্দরী গার্লফ্রেন্ড থাকবে, গার্লফ্রেন্ড না থাকলেও চলবে, বাইরে গিয়ে ফুর্তি করবে। এমন অহরহ বন্ধুবান্ধবের মুখে শুনি। এমন আজগুবি চিন্তা ভাবনা আজকাল সত্যিও হচ্ছে। *এট অ্যানি কস্ট* তাদের বিলাসবহুল জীবন ব্যবস্থা চাই-ই। কিন্তু এই চিন্তা ভাবনা যে শুধু আমাদের সাধারণতদের মধ্যে, তা না। ছেলে-মেয়ে সবার মধ্যেই এটি দেখা যায়। ছেলেরা কম পরিশ্রমে অনেক অর্থ উপার্জন করবে। এর জন্য তারা বেছে নেয় মাদক দ্রব্য বিক্রির পথ। কারন মাদক ব্যবসাতে কম সময়ে বেশি অর্থ উপার্জন করা যায়। কিছুদিন আগেই বেশ কয়েকটি নিউজ পোর্টালে দেখলাম একদল যুবক LSD নামাক মাদক ব্যবসা করতো, পুলিশ অভিযান চালিয়ে ব্যবসায়ীদের গ্রেফতার করেছে। ব্যবসায়ী হলো একদল যুবক যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। *বিনা পরিশ্রমে উাচ্চাকাঙ্খা* অসুখে ধরেছিলো, শেষমেষ এই পথ বেছে নেয়। মিডিয়ার সামনে তাদের মুখে হাসি,অসভ্য অঙ্গ ভঙ্গি, বুকভরা সাহস, তাদের সাহস প্রভাবশালী পিতা ছাড়িয়ে নিয়ে যাবে। পিতার একমাত্র, আবার কেউ কেউ পিতার দুইমাত্র সন্তান বলে কথা:3 অপরদিকে মেয়েরাও জড়িয়ে পড়ছে একই অসুখে। তাদের চিন্তাভাবনা কোন প্রকার পরিশ্রম ছাড়া, হাতের তুড়িতে দামি জুয়েলারি, শপিং, গাড়ি, বাড়ি আসবে। এসবের জন্য তারা বেছে নিচ্ছে দেহব্যবসা। এটা আমাদের দেশে নতুন কিছু না,অহরহ ঘটছে। মাঝেমধ্যে বেশ নাড়াচাড়া দিয়ে উঠে কিছু কিছু ঘটনা। জীবনও হারাচ্ছে কেউ কেউ। তাদেরও একই চিন্তা ভাবনা, কম সময়ে বেশি লাভ। তার জন্য এক শ্রেণীর মেয়েরা বেছে নেয় প্রভাবশালী বা ব্যবসায়ীদের। কারন তাদের কাছে কম সময়ে বেশি টাকা পাবে। রেডিমেড বিলাসবহুল জীবন ব্যবস্থা তৈরী করে রেখেছে। কিন্তু তারাও জানে না যে,তারা ফাঁদে পা দিতে যাচ্ছে। প্রকট অসুখের ঘোরে, প্রকট সুখের খোজ করতে গিয়ে, প্রকট ভাবে তলিয়ে যায়। জীবনকে কোনকিছুই সহজ ভাবে অর্জনযোগ্য নয়। কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে সম্ভব উচ্চাকাঙ্খার দোয়ারে কড়া নাড়া। অসুখকে সুখে পরিনত করতে চাইলে। আমার খুব সহজে হারিয়ে বসি ধৈর্য্য। চারিদিকে ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যারা পরিশ্রম ছাড়া দ্রুত বেড়ে উঠেছে, তারা ঠিক ততটাই দ্রুত নিচে পড়ে। তাদের সব পথ অতলে হারিয়ে যায় দ্বিতীয় বার উঠার। কিন্তু যারা কঠোর পরিশ্রম করে উপরে উঠে, সময়সাপেক্ষ তবে অর্জনযোগ্য। তাদের একটা পথ ভেঙে পড়লে হাজার টা খুলে যায়। আমারা সবাই উচ্চাকাঙ্খা জীবন চাই,সেটাকে বাস্তবায়ন করতে পরিশ্রম অপরিহার্য।
👍 notacinephile, chrysanthemum, karja, ctime, intacto, alphacore, hatschi0773, dagobert007, boneym, boobcat, bukiland, tomiscurious, simplifylife, penguinpablo, engrsayful, cryptonized, funnyman, raiseup, steemaction, policewala, dapplr, onepercentbetter, larry21, merlion, hungrybear, bdvoter, drillith, zaku, deepu7, hmetu, rana2423, bilpcoinbot, bilpcoinrecords, hugo4u, paulmoon410, filler, haccolong, hoaithu, princewaqar, olaexcel, mamun123456, hermannsol, x-r-p, new-steemit, villen28, shahinaubl, surrealfia,