রূপ

View this thread on: d.buzz | hive.blog | peakd.com | ecency.com
·@xenity·
0.000 HBD
রূপ
আধ খাওয়া চাঁদ ভেসে আছে পুব আকাশে। এরম যৌবন হারানো ক্ষয়াটে চাঁদের পানে ক'জনেরই বা নজর পড়ে! তবুও আমার পড়েছে। এই আধ খাওয়া চাঁদ আমার মন কেড়েছে। আমাকে মোহান্বিত করেছে। আমাকে মুগ্ধ করেছে। আমাকে করেছে আরো বেশি পবিত্র আর আশান্বিত।
আমি আকাশ দেখছি সেই সাথে দেখছি পুব আকাশে ঝুলে থাকে ক্ষয়াটে চাঁদের অন্তিম রূপ। এই যৌবন হারানো ক্ষয়াটে চাঁদের পানে তাকিয়ে আমি ভাবি, আহ! আমি পূর্ণ।
আবার পরক্ষণেই মনে উদয় হলো, আমি কি আদৌ পূর্ণ? নাকি ক্ষয়াটে চাঁদের মতোন ক্ষয়ে যাচ্ছি একটু একটু করে!

Posted using [Partiko Android](https://play.google.com/store/apps/details?id=io.partiko.android)
👍 , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,