অনলাইন বিজনেসে সফল হওয়ার কয়েকটি মুলমন্ত্র
writing·@zannat·
0.000 HBDঅনলাইন বিজনেসে সফল হওয়ার কয়েকটি মুলমন্ত্র
<center> http://tweakyourbiz.com/marketing/files/shutterstock_289892402.jpg [Source](http://tweakyourbiz.com/marketing/files/shutterstock_289892402.jpg) বর্তমান যুগটাই হল অনলাইনের যুগ।আমরা যখন কোন বিজনেসের কথা চিন্তা করি তখন অনলাইন বিজনেসের কথা মাথাই আসে।কিন্তু প্রায় অধিকাংশ ক্ষেত্রেই একটা জিনিষ লক্ষ্য করা যাই যে অনলাইন বিজনেসে সফল হওয়ার থেকে বিফল হয়।অনলাইন বিজনেসে সফল হতে হলে কৌশলী হওয়ার বিকল্প নেই। কারণ অনেক সময় দেখা যায়, প্রচুর পরিশ্রম করেও কেউ কেউ অনলাইন বিজনেসে সফল হচ্ছেন না। তাদের জ্ঞান বা দক্ষতা যে কম তা কিন্তু নয়।বরং বেশ কিছু কারনে অনলাইন বিজনেসে সফল হতে পারছে না তাই অনলাইন বিজনেসে সফল হতে হলে করণীয় কি তা নিয়েই নিচে আলোচনা করা হলো : ## নিজস্ব একটি নেটওয়ার্কিং তৈরি করুন : http://www.novelvista.com/img/join-us.png [Source](http://www.novelvista.com/img/join-us.png) অনলাইন বিজনেস শুধু নিজের অভ্যন্তরের উন্নতির ওপরই নির্ভর করে না। এজন্য তৈরি করতে হয় নিজস্ব পরিচিত মানুষদের একটি নেটওয়ার্ক। এ নেটওয়ার্ক ছাড়া অনলাইন বিজনেসে উন্নতি অনেকের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়ায়।সবার আগে সম্পর্ক তৈরি করুন।নেটওয়ার্কিং বিজনেসের মুল উদ্দেশ্য হল মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। ## গুণগত মানের উপর লক্ষ্য রাখুনঃ  [Source](http://www.dulaboratories.com/im/manfac/product-quality.png) অনলাইন বিজনেসের উপর সবার আস্থা উঠে যাচ্ছে তার একটি অন্যতম কারন হল গুনগত মানের সমস্যা।বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাই যে,অনলাইন এ যারা বজনেস করে এদের প্রডাক্টের গুনগত মান ভাল হয় না ।তাই মানুষ অনলাইন থেকে কিনতে অনুতসাহিত হয়. ## শিক্ষা গ্রহণ করুন ও প্রশিক্ষণ নিন :  [Source](https://www.rec.uk.com/news-and-policy/corporate-blog/upload/images/meeting%20-%20presenting%20-%20people%20-%20group(1).jpg) অনলাইন বিজনেসে উন্নতির জন্য যেসব ব্যক্তিরা অনলাইন বিজনেস করে সফল হয়েছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এছাড়া রয়েছে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণ অনালাইন বিজনেসে উন্নতির জন্য সহায়ক। **বর্তমান সময়ে কোন জিনিষ টার বেশি চাহিদা রয়েছে সেদিকে লক্ষ্য রাখুন। এবং সে অনুযায়ি মালামালের যোগান রাখুন।** </center>
👍 nicestbot, arv1, ringwormbasic, visitorsahem, spheremutes, upme, u25b2x, cmtzco, cryptohustlin, eileenbeach, sammyb, andrecarothers, voter000, bofadeez, thevark, unholyleaf, harmonicliving, thedrayness, schulbz, blockchaindaily, drguy, zip512, minnowpond1, desmonid, ering, zaku, passion-fruit, shamrock017, bdvoter, rmaxhuni, minnowpond, drdeepdick, vivianapoulette, saragarmee, rocky1, pi500, msg768, steemitlotteries, imbritish, uow, commbank, perthmint, unimelb, toledoraquel, galorum, superlover, digital0536, shadowcat, vissboy, gladius, seo70, ssgdude, brayan007, us1, macnamai, happy33, mustafa9876, jaypoi25, anayesli, qonq99, mulexjosh, marlindaswari, jose15, skrudge777, lulita, minnowbooster, reggaemuffin, upgoat, saidhansali, foridulislam21, adelsz, hamdan20, oh659094, abhishek77, fityan, opera.shoujo, subha193, jumps, vezo, ey26121981, meedo, vivv, shoaibsajid, cryptocengineer, mukhlisoemar, lukeman, shakibul, rudel, leonardtd, thoor, obiobi, joandelgado, azulesencia, nadjette, ibrahim.sunny, zephyraijunzo, ali14, totan86826, antonio55, steemituplife, osdabrito, rawpostblog, zurimabarcelo, marymil, brightkofi, bitcoinhodlr, helcaria, oberoyil,